পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কাও ৷ לט সাজাইয়া চিতা, হায় ! করিবে দহন পামরের এই তনু, বিষগ্ন বদন । জলধির তীরে রব হইয়া অঙ্গার, কোথা সুত ! কোথা জায়া ! কোথা বা সংসার । বলিতে বলিতে কথা কাতর নয়ন, নিদ্রাতে কাতর ভাব করিল ধারণ । সংসার হইতে মন পরাবৃত্ত হয়ে, পুন প্রবেশিল যেন আবাস-হৃদয়ে ; সৰ্ব্বাঙ্গেতে যেন নিদ্র জ্বরের সঞ্চার, মিলায় চৈতন্য, যায় চিন্তার বিকার । রজনীর সখি ! দেবি ! বিশ্রামদায়িনি । অয়ি সুখময়ি নিদ্রে । এসলো কামিনি, এস এস দয়াময়ি ! আসি এক বার, বদ্ধ কর অভাগার নয়নের দ্বার | নিবাও নিবাও ত্যাসি চিন্তার তানল, বিরহ তাপিত মন করসে শীতল । অথবা, ত্যাসিতে আমি বলিবা কেমনে , অভাগার অশ্র পূর্ণ সুদীন লোচনে, পাবে না পাবে না স্থান ; যদি বা কখন অতি কষ্ট্রে হতভাগ্য মুদে দুনয়ন, স্বপনে বঞ্চিবে তারে, জ্বলিবে দ্বিগুণ মোহ-ভঙ্গে পুনরায় মানস-আগুণ । অতএব হেথা হতে যাও লো সুন্দরি ! প্রবল চিন্তার বহ্নি যাও পরিহরি ।