পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কাগু। ○○ আর কেন প্রিয়তম আছরে বসিয়া ? এতেক ভাবনা তব পরের লাগিয়া । সার্থক জনম তব ! ধন্য কলেবর ধরেছিলে অবনীতে নর হিতকর । অকাতরে চারি দিকে ঘুমায় সকলে, তাদের কুশল-চিন্তা করিছ বিরলে, একাকী বসিয়া তুমি ; পর উপকার, করিতে বাসন তব দেখি চমৎকার । রজনী অধিক হলো সুস্থির সংসার ; গম গম চারিদিকে করে অন্ধকার ; করোনা অধিক আর নিশা জাগরণ, হইবে অসুখ ৰৎস ! কররে শয়ন ।” যাও তথা কৃপাময়ি! কেন তাকারণ অভাগার কুটীরেতে দাও দরশন ? সত্য বটে লোকাতীত করুণ। তোমার, কিবা রাজা মহা-তেজা ভ্ৰভঙ্গে যাহার ত্ৰাহি ত্ৰাহি করে র্কাপে শত শত জন, যাহার দোর্দণ্ড তাপে চকিত ভুবন ; কিবা দীন হতভাগ্য, দিবস যাহার, বহে যায় কৃপাশীলে ! ফিরে দ্বার দ্বার মুষ্টি ভিক্ষা তরে ; হলে দিব। অবসান, তরু তল মাত্র যার বিশ্রামের স্থান , কিবা জরা জীর্ণ, যার জর জর কায়, শ্রবণ বধির, নেত্ৰ দেখিতে না পায়,