পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ウ8 নিৰ্ব্বাসিতের বিলাপ। নিশাতে দিবস জ্ঞান, রজনী দিবসে, শিথিল অঙ্গের সন্ধি বয়োবৃদ্ধি বশে ; কিবা শিশু পশু-সম নিতান্ত অজ্ঞান, সুখে খেলে মাতৃকোলে হইয়া শয়ান, আপনার মনে হাসে, কে জানে কারণ, কষ্টেতে সহায় যার কেবল রোদন । এ সকলে দয়াশীলে ! হইয়া সদয়, সমান ভাবেতে তুমি দাওগো আশ্রয় । কিন্তু আজি অভাগার ব্যথিত অস্তরে, পাবেন! পাবেন। স্থান যাও পরিহরে ; অথবা, যেওন দেবি ! ক্ষণেক দাড়াও, কোন রূপে নেত্র-পট বদ্ধ করে দাও । শ্রম-ভরে পদযুগ হয়েছে কাতর, বিশ্রাম করুক, আহা ! জুড়াক অন্তর । দেখিতে দেখিতে অণখি মুদিত হইল ; চিন্তা নিশাচরী তারে ছাড়ি পলাইল । ঘুমাইল হতভাগ্য জুড়াল ধরণী ; ক্রমেতে গভীর ভাব ধরিল রজনী ; ঝম্ ঝম্ চারিদিকে করে বসুন্ধর ; মোনবতী যেন সতী যোগেতে তৎপরা । নিশি যেন ধাত্রীমাতা, সুনীল বসনে, জগতের হাসি মুখ ঢাকিয়া যতনে, বিবি রবে বসে সুধু করিতেছে গান , অঘোর ঘুমায় সব জড়ের সমান ।