পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

צס\ নিৰ্ব্বসিতের বিলাপ । তুমি সে রক্ষস-ভাব ছাড়িয়া এখন, হইলে ধাৰ্ম্মিক কেন তাপস সুজন ? সন্তরিয়া শত শত সমর-সাগর, এখন রহিলে কেন নিদ্রাতে কাতর। উঠ উঠ সময়ের স্রোভ বয়ে যায়, অলসে অবশ কেন পড়িয়া শয্যায় ? বাজাইয়া রণ-বাদ্য আসিছে শমন, উঠ সাজ, আর কেন করিয়া শয়ন । একেত নিস্তব্ধ দিক সকল সুধীর । ঝি ঝি রবে বসুমতী দ্বিগুণ গভীর । অভাগা একাকী হেথা মুদিয়া নয়ন, কুটীরে পড়িয়। সুখে দেখিছে স্বপন । দেখে যেন—দিয়া কর তার উরস্থলে, কেহ তারে মৃদুভাষে সম্ভাষিয়া বলে :– উঠ প্রিয়তম । আর কেনহে এখন, রহিলে কাতর ভাবে করিয়া শয়ন, তোমার দুঃখের নিশি হলো অবসান ; উঠ উঠ ত্বর করি করিছে প্রস্থান । আর কেন কারাগারে একাকী পড়িয়া ; বিজনে বিরলে দিন যাইছে বহিয়া, ভাসিছ দুঃখের নীরে চিরদিন হায় ! শুকাইছে চাদ-মুখ সলিল-ধারায় ; বলিতে মনের কথা, নাহি কোন জন মনে মনে নিরস্তর হও জ্বালাতন !