পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কাগু। O4 সহিতে পারি না আর তোমার যাতনা ; আসিয়াছি প্রিয়তম করিতে সাস্তুনা । আর কেন রহিলে হে মুদিয়া নয়ন ? চেয়ে দেখ তব পাশে বসে কোন জন ’ । চেয়ে দেখে-পাশে এক অপূৰ্ব্ব ললনা, ভুবন-মোহিনী রূপে ; প্রফুল্ল বদন ; বিম্বাধরে ঘন তার স্মিতের উদয় ; হাসিছে যুগল অখি মধুরতাময় ; শ্রবণে হীরার দুল ; গলে মণি-হার ; হরিত পটের বস্ত্র পরিধান তার ; মরি কি! শোভিছে চারু অঞ্চল তাহায় ! অঙ্গদে দক্ষিণ বাহু কিবা শোভা পায় ; সীমন্তে মুক্তার সিথি করে ঝল মল ; ভ্ৰযুগের মাঝে টপ শোভিছে উজ্জ্বল , , কবরী বেষ্টিত করে মুকুতার হার অপরূপ রূপ মারি করিছে বিস্তার ; অঙ্গুলে তাঙ্গুরী তার হীরকে জড়িত ; অমৃত জিনিয়া কথা অতি সুললিত । এ হেন কামিনী যেন কেহ এক জন বসিয়া ডাকিছে তারে করিয়া যতন । তাহার হৃদয়ে যেন দিয়ে পদ্মকর, ধীরে ধীরে ডাকে বামা করিয়া অাদর। সহসা এ হেন দৃশ্য করি দরশন, উঠিয়া বসিল যেন ছাড়িয়া শয়ন ।