পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऐिडौश 零计31 8 ○ নাহিক আনন্দ-রব, নাহি কোলাহল, সকলের নেত্র-যুগ করে ছল ছল ; দেখিয়া এভাৰ তার উড়িল জীবন, বিষম বিপদ গণি স্তব্ধ হলো মন ; অবশেষে জিজ্ঞাসিয়া বলিলেন সবে — “একিহে সামন্তগণ ! কেনহে নীরবে, সকলে বিরসে কাল করিছ যাপন ? কলঙ্ক দিল কি কুলে আজিকার রণ ? কিন্তু হায় ! কেঁদে তারা বলিল যখন অভিমনু আজি দেব ! করিল শয়ন ; ভেবে দেখ প্রিয়তম । তখন র্তাহার হয়েছিল কিবা দশা ! কি বলিব আর । সে সময়ে আমি সেই শিবিরেতে গিয়৷ বলিলাম ধীরে ধীরে পাশে দাড়াইয়া, “হে বীর । ক্ষত্রিয় ভূমি, দেহে আছে বল, রয়েছে গাওঁীব করে, হয় হে চঞ্চল অচল তাহার বাণে ; তবে কি কারণ শোকেতে অধীর হয়ে করিছ রোদন ? উঠ উঠ উঠ, জ্বাল সমর অনল ; তাহাতে আহুতি দাও কৌরবের দল ! নাশিব পুত্রের শোক প্রতিশোধ লয়ে, আসিবে শিবিরে পুন জয়যুক্ত হয়ে । ” আজি একাকিনী হেথা এসেছি এখন, তোমার দুঃখের ভার করিতে হরণ ।