পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 নিৰ্ব্বাসিতের বিলাপ | উঠ উঠ আর কেন পড়ে কারাগারে, সুখের ভবনে লয়ে যাইব তোমারে ; মিলাইয়া দিব পুন দারা সুত সনে, সেখানে থাকিবে মুখে আনন্দিত মনে । বিদেশে বিফলে গেল নবীন যৌবন, চল, শেষদশা মুখে করিবে যাপন । অম্বরে অম্বর-মণি, প্রবল অনল ; চারি দিকে জ্বলিতেছে যেন মরু তল ; অপার বালুকা-রাশি সাগর সমান, তৃষ্ণায় হৃদয় ফাটে যায় যায় প্রাণ ; এহেন সময়ে যদি বিষগ্ন-বদন, কাতর পথিক, দূরে করে দরশন— খেলিছে মোহন বাপী ; বহিছে লহরী ; চরিছে সারস হংস লয়ে সহচরী ; তীরেতে চৌদিকে ঘিরে তরু শত শত, ছায়। দানে সুশীতল করে আবিরত ; দুলিছে পবন-ভরে শত শতদল ; ভ্ৰমিছে নিয়ত তথা মধুপ চপল – তখন যেরূপ ভাসে তাহার হৃদয় অপার আনন্দ-নীরে ; সুখ বোধ হয় পূৰ্ব্বের সকল দুখ ; আনন্দে নয়নে সলিল গলিতে থাকে যেরূপ সঘনে ; সহসা যেরূপ মুখে সরে না বচন ; মৃতদেহে পুন যেন পাইল জীবন !