পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 。 নিৰ্ব্বাসিতের বিলাপ । আজি উপস্থিত আমি, নিকটে তোমার, বিপদ-জলধি হতে করিতে উদ্ধার । কথা কও, কথা কও ; প্রকাশিয়ে বল সকল মনের ভাব । কেন নেত্র-জল সহসা ফেলিলে ? কেন সরে না বচন ? ভয় নাই ভয় নাই স্থির কর মন । ত্রিদিবে ভূতলে যদি কভু এক হয়, মানবে অমরে যদি ভেদ নাহি রয় ; ভূধর যদ্যপি চলে চুম্বিতে সাগরে, ধরণী দাড়ায় যদি গতি রোধ করে ; গ্রহ তারা খসে যদি গড়াগড়ি যায় ; তরু যদি পক্ষ ধরি উড়িয়া বেড়ায় ; তথাপি তামার কথা থাকিবে সমান, তোমাকে বাঞ্ছিত ফল করিব প্রদান । অতএব উঠ, উঠ, কেন এ সময় রহিলে বিস্মিত হয়ে ? নাহিক সংশয় মিলাব তোমাকে পুন দারা সুত সনে বসবি তোমাকে পুন মুখ-সিংহাসনে । তানন্দে তাধীর হয়ে ক্ষণেক থাকিয়া, বলিতে লাগিল যুব সলিল মুছিয়া । *হায় দেবি । একি দেখি বাড়িছে বিস্ময়, পামরের প্রতি তাজ প্রসন্ন হৃদয় । হয়েগো পাপিষ্ঠ আমি ; আমার সমান, নরাধম নাহি আর । কৃপা-বারি দান