পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় কাও ৷ 8 & সেই রূপ তরুণীর অমৃত বচন, প্রবেশিল যুবকের শ্রবণে যেমন, উথলিল একেবারে সুখের সাগর । আনন্দ ভরেতে মন হইল মন্থর ; মৃদু ভাবে ধীরে ধীরে তুলিয়া বদন, বামার বদনে যুবা ফেলিল নয়ন । নাপড়ে নিমেষ, মুখে বচন না সরে ; ধীরে ধীরে নেত্র-যুগে অশ্রু-ধারা ঝরে ; দেখিয়া তাদরে বামা সত্বর হইয়া স্মিতমুখী দিল তার মুখ মুছাইয়া ; বলিতে লাগিল পরে ধরি তার করে ঃ– “একি প্রিয়তম ! কেন, বল কার তরে, দর দর বারি ধারা করিলে মোচন ? কি নুতন ভাবে তব উথলিল মন ? মারি । চিরদিন অrছ এই কারাগারে, সময় হাসিয়া যায় হেলিয়া তোমারে ; প্রকৃতি করিয়া ঘৃণা তোমারে কখন, না দেখান প্রিয়তম ! সহাস্য বদন । নিশা আসে, দিন যায়, খেলিছে সংসার, বিরল সকল হায়! নিকট তোমার অনাথ কুটীরে থাক করিয়া শয়ন, কেহ নাহি দয়া করে করে দরশন । অrজি উপস্থিত আমি ;—কর সম্বরণ মনঃক্ষোভ ; অশ্রুধারা করহে মার্জন ।