পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అవీ পরিয়াছে একি বেশ! একি চমৎকার ! কোথা পেলে সিন্ধু আজ হেন অলঙ্কার ! অবশেষে সম্বোধিয়া বলে—‘দয়াশীলে ! বল দেবি ! বল শুনি, জলধি-সলিলে, অকালে উদিত কেন নবীন তপন ? আহা কি শীতল কাস্তি নয়ন রঞ্জন ! ফিরিয়া সুধাংশুমুখী, স্মিতসুধা-রসে সিঞ্চিয়ে যুবার মন, বলিলা সরসে ঃ– ‘রহ রহ ক্ষণকাল রহ প্রিয়তম । এখনি জানিবে তত্ত্ব যাইবেক ভ্ৰম । ওই যে তেজের রাশি জলধি-জীবনে, জ্বলিছে শীতল-কান্তি, বলিব কেমনে আপন সৌভাগ্য-কথা আপন বদনে, নহে উহা প্রিয়তম । নবীন তপন ; নহে উহা নীরধির নব আভরণ ! উহ। এই অবলার মণিময় তরি, ঝুলিতেছে দশদিক সুপ্রকাশ করি, কেবল তোমার দুখ করিতে মোচন, জুড়াইতে আজি তব তাপিত জীবন। এদিকে গভীর নিশি ক্রমে হয় ক্ষীণ ; তারক। হীরক-মালা ক্রমে জ্যোতি-হীন ; মৃদু মৃদু বহে ক্রমে দক্ষিণ বাতাস, মুগাস্তে প্রকৃতি যেন ছাড়িয়া নিশ্বাস