পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

也3 নিৰ্ব্বাসিঙ্কের বিপাপ । বসিলেন স্থির-ভাবে । যত তরুগণ সঘনে কঁপিায়ে শির, হেলায়ে বদন, মৰ্ম্মরিয়ে বলে কথা প্রকৃতির কাণে । বলে—‘মাত ! এতক্ষণ ছিলে কার ধ্যানে ? উদের রোদন ধ্বনি শ্রবণ কুহরে না আসে সতত আর ; দূরে বনান্তরে, ব্যান্ত্রের বিব ট রব হইছে বিরল ; কারা-গৃহে করা-বাসী নিদ্রায় বিহবল ; অৰ্দ্ধরাত্র চিন্তাভরে গিয়াছে বহিয়া, কাতর নয়ন-যুগ সলিল ফেলিয়, এবে দয়াময়ী নিদ্র।, আসি কারাগারে, বসেছেন কোলে করি সেই অভাগারে, দুর্লভ বিশ্রাম মুখ করিতে প্রদান । ক্ষণকাল হৃদয়াগ্নি করিতে নিৰ্ব্বাণ । চেয়ে দেখ হেথা যুবা আশার বচনে, আনন্দে অধীর হয়ে, ভাবে মনে মনে— এইত পোহাল মম দুখ-বিভাবরী, কে আর আমাকে পায়, আরোহিয়ে তরি যাই অামি যাই ঘরে , দেখি গে কেমনে আছেন দুখিনী মাতা, কি ভাবিছে মনে সরলা কামিনী মম, যত বন্ধুজন কিরূপে যাপিছে কাল । করে না স্মরণ কখন কি তার। এই পামরের নাম । এ পাপীর ভাগ্যে তারা হয়েছে কি বাম !