পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিৰ্বাসিতের বিলাপ । না পারে কহিতে কথা সুনয়নে আর না পারে দেখিতে কিছু সকল আঁধার ! গৰ্জিয়া দুৰ্জয় সিন্ধু আসে যতবার, ভয়েতে মুদিয়া অাখি বলে—‘ কেন আর পামরে যন্ত্রণা দাও নির্দয় সাগর । আর কেন অকারণ এত আড়ম্বর অধিক বিলম্ব কেন ! অগাধ উদরে দাও স্থান, যাই আমি, যাই পরিহরে পাপের সংসার আজি রাজার মতন ; নিৰ্ব্বাণ হউক আজি এছার জীবন। হায় মা ! রহিলে কোথা ; এই রসাতলে যাই মা ! জনম মত সাগরের জলে ; নমস্কার নমস্কার ! দেও মা ! বিদায়, অভাগ। তনয় তব যমালয়ে যায় । জননি ! তোমার ভালে এহেন যাতনা লিখেছিল পোড়া বিধি, মনের বাসন। রহিল মা ! মনে মনে ; যাই মা ! এখন মনে রেখ দয়াময়ি! জন্মের মতন । তোমার মহৎ ঋণ রহিল সমান, তিলমাত্র না শুধিনু আমি কুসন্তান ! লইয়া সে গুরু ঋণ যমালয়ে যাই , তোমাকে জননী যেন লোকান্তরে পাই । কোথায় রহিলে প্রিয়ে ; চলিনু সুন্দরী, তোমাকে ভবের মাঝে এক পরিহরি,