পাতা:নির্বাসিতের বিলাপ - শিবনাথ শাস্ত্রী.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ड्रडौश কাণ্ড । v > দেওলো বিদায়, যাই জন্মের মতন আর কেন খুলে ফেল অঙ্গের ভূষণ, এত দিনে বিধুমুখি ! হারালে আমায় বিধাতা বিধব। আজি করিল তোমায় ! বড় অাশা ছিল মনে, দেখিয়া তোমার প্রেম-পূর্ণ মুখখানি, ছাড়িব সংসার । বড় অাশা ছিল মনে, মরণ-শয্যায় বসায়ে তোমারে পাশে, লইয়া বিদায়, চারি চক্ষু এক করে মুদিব নয়ন ! আজি সে সুখের অাশা দিনু বিসর্জন, একাকী বিজন দেশে জীবন হারাই, পামরের তরে কেহ কঁাদিবার নাই ; এখন রহিলে কোথা জীবনের ধন । এস এস এক বার করলে রেদিন । তার যে পাবনা দেখা জনমের মত, এস এস বলে যাই কথা গুটিকত । আজি সিন্ধু মুক্তি দিল বুঝিবা আমায় । সুখে থেকে প্ৰাণেশ্বরি, বিদায় ! বিদায় ! কোথারে অভাগ৷ শিশু ! পাপীর সন্তান । জনমের মত পিতা করিল প্রস্থান ! বাছ রে তোমার দুখে ফাটিছে হৃদয়, করেছি জীবন তোর আমি বিষময় ন। পাইলে করিবারে পিতৃ সম্ভাষণ, না দেখিলে জননীর প্রসন্ন বদন !