পাতা:নীতি-সন্দর্ভ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సా8 নীতি-সন্দর্ভ । আশ্রয় দেয় না ; তাহার. ঘোর বিপদ ঘটিলেও কেহ তাহাকে কোনরূপ সাহায্য করিতে অগ্রসর হয় না । আগধসলিলে নৌকা নিমগ্ন হইলে আরোহী যেরূপ আশ্রয়লাভের প্রত্যাশা করে, কিন্তু জলতরঙ্গ ব্যতীত অদ্য কোনও আশ্রয় পায় না, সেইরূপ কৰ্কশভাষীর বিপদ ঘটিলে সে ইহসংসারে কোনও রূপ আশ্রয়লাভে সক্ষম হয় না। সুতরাং সংসারে সুখস্বচ্ছন্দ্যে বাস করিতে ইচ্ছা করিলে শিক্টাচার অবলম্বন করা একান্তকৰ্ত্তব্য : কিন্তু শিষ্টাচারের সঙ্গে যেন হিংসা বা ঈর্ষ্য জড়িত না থাকে। শিষ্টাচারের সঙ্গে হিংস বা ঈর্ষা জডিত হইলেই তাহা কপটতায় পরিণত হয়। কপটতামূলে যদিও কখন কখন নিজের স্বার্থসিদ্ধি ঘটে কিন্তু যখনই কপটতা ধরা পড়ে, তখনই কপটী সকলের ঘৃণার পাত্র হইয় পড়ে। তাঁহাকে কেহ ভালচক্ষে দেখে না ; তাহার সহিত মিলিয়া মিশিয়া দুইটা কথা কহিতেও কেহ প্রস্তুত হয় না। কপট ব্যক্তি তখন সমাজের বহিভূত হইয় পড়ে। স্বাপদসঙ্কুল মহারণ্যে সহায়হীনব্যক্তির যেরূপ অবস্থা ঘটে, তদীয় অবস্থাও তখন ঠিক সেইরূপ হইয়া দাড়ায় । কপটতা সংক্রামক রোগবিশেষ। সমাজের মধ্যে দুই চারি জনে এই রোগ জন্মিলে তাহা ক্রমে বিস্তার লাভ করিয়া সমাজের অধিকাংশ লোককেই আক্রমণ করে এবং ক্রমে কপটতা একটা জাতিগত ধৰ্ম্ম হইয়া পড়ে। কপটতা জাতিগত ধৰ্ম্ম হইয়া পড়িলে সেই জাতির শীঘ্রই অধঃপতন হয় । রণ গুরু শিবাজি কপটতা অবলম্বনপূর্বক অনেক যুদ্ধ জয় করেন, কিন্তু এই কপটতাই