পাতা:নীতি-সন্দর্ভ.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

● 8 ত-সনদত্ত । দার্শনিক পণ্ডিত জন ষ্টয়ার্ট মিল বিদ্বান পিতার নিকট সমুচিত শিক্ষা প্রাপ্ত হইয়াছিলেন ; কিন্তু বাল্যকালে মাতৃবিয়োগ হওয়ায় মাতৃ-সন্নিধানে শিক্ষণীয় ভক্তি ও বিশ্বাস তাহার ছিল না বলিলেও অত্যুক্তি হয় না। প্রাতঃস্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় অতিশয় পরিশ্রমী, কৰ্ত্তবাণিষ্ঠ ও দৃঢ়প্রতিজ্ঞ লোক ছিলেন এবং তাহার মাতা অতিশয় কোমল-হৃদয় ও পরদুঃখ-কাতরা রমণী ছিলেন । বিদ্যাসাগরমহাশয় স্বীয় পিতার দৃঢ়তা, অধ্যবসায়, শ্রমশীলতা, স্যায়পরায়ণতা ও আত্মনির্ভর প্রভৃতি গুণগুলি তাতারই নিকট হইতে শিক্ষা করেন এবং যে গুণে “দয়ার সাগর" বলিয়া জনসমাজে তিনি খাতি লাভ করিয়া গিয়ছেন, সেই দয়া গুণ মাতৃ-সন্নিধানে শিক্ষা করেন । পিতৃদত্ত জ্ঞান ও মাতৃপ্রদত্ত কোমলত একত্র সম্মিলিত হইয়া ঈশ্বরচন্দ্রকে “বিদ্যাসাগরে” ও “দয়ার সাগরে” পরিণত করিয়াছিল । প্রবের জননী অতিশয় ধৰ্ম্মিষ্ঠ রমণী ছিলেন, তত্তম্ভ দ্যই প্রব শিশুকালে হরিপাদপ স্নলভে সমর্থ হইয়াছিলেন । एँ বিমাতার দুর্দাকানলে দগ্ধহৃদয় হইয়। ধ্রুব কাদিতে কাদিতে মাতৃ-সন্নিধানে উপনীত হইলেন ; জননা সন্তানের মলিন মুখ দেখিয়া বলিলেন, “বাছা, ভগবানকে ডাক, তিনিই তোমার সকল দুঃখ দূর করবেন ।” প্রবের হৃদয়পটে মায়ের উপদেশ অঙ্কিত হইল। তিনি মরণ-ভর তুচ্ছ করিয়াও বনে বনে ভ্রমণ করিয়া কায়মনোবাক্যে হরিকে ডাকিতে লাগিলেন ; অচিরে তাহার অভীষ্ট সিদ্ধ হইল ।