পাতা:নীতি-সন্দর্ভ.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত্র । Gł শঙ্করাচার্সোর জননী অতিশয় বিদুষী ছিলেন। তাহার অনির্বিচনীয় কর্তব্যজ্ঞান ও ধৰ্ম্মনিষ্ঠা ছিল বলিয়া শঙ্কারাচাৰ্য্য অলৌকিক প্রতিভা ও অসাধারণ ধৰ্ম্মজ্ঞান লাভে সক্ষম হইয়াছিলেন । শোলাঙ্কি-কুলের স্বরভান-তনয় তারাবাই রমণী হইয়াও যে বীরধৰ্ম্ম অবলম্বন করিয়াছিলেন, তাহার মূল কারণ তদীয় জনক । তারাবাই শৈশবকালে যখন পিতৃক্রোড়ে শয়ন করিয়া থাকিতেন, তখন সুরতান তাহার নিকট আপন পূর্বপুরুষগণের বীরত্বগাথা কীৰ্ত্তন করিতেন । অতি শৈশব হইতেই তা এই সব বীরত্ব-কাহিণী শুনিয়া শুনিয়া বার-ভাবে উদীরিত হইলেন, অবশেষে রমণীর বেশভূষা পরিত্যাগ করিয়৷ তদীয় কোমলাঙ্গ অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করিলেন । তাহার পিতৃদেব আফগানকর্তৃক রাজ্যচ্যুত হইলে তারাবাই ধনুৰ্ব্বাণহস্তে সমর-প্রাঙ্গণে অবতীর্ণ হইয়া বীরত্বের পরাকাষ্ঠ প্রদর্শন করেন । যুদ্ধক্ষেত্রে তাঁহার রণনৈপুণ্য দেখিয়া শত্রগণও তাহাকে সহস্ৰমুখে প্রশংসা করিয়াছিল । যদি সুরতান, দুহিতাকে শৈশবে এই সব বীরত্ব-কাহিনী ন। বলিতেন, তবে তারাবাইয়ের জীবনস্রোতঃ নিশ্চয়ই অন্য দিকে প্রবাহিত হক্টত । উদ্ধত দৃষ্টান্তগুলি হষ্টতে ইহা স্পষ্টই উপলব্ধ হয় যে, সন্তান জীবননাট্যের প্রথমাঙ্কে পিতামাতার ও পরিবার স্থলোকের স্বভাবের অনুকরণ করে, তাহদের স্বভাবের অনুকরণে তাহারও স্বভাব গঠিত হয় । এমন কি, পরিবারস্থলোকের অঙ্গসঞ্চালনাদি পৰ্য্যন্ত শিশু অনুকরণ করিয়া থাকে ; পিতার যদি পদ্মাসন করিয়া