পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇe নীতি-সন্দর্ভ । SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASA SAAAAS AAAAA AAAA AAASA SAASAASSAAAAAAS S ASAAAA দেখিতে পাইলে প্রাণপৰ্য্যন্ত উৎসর্গ করিয়া তৎপ্রতিবিধানের চেষ্টা —ইহাই সৎসাহসের প্রধান অঙ্গ এবং ইহাই পরোপকারের চরম সীমা । ইতিহাসে এতৎসম্বন্ধে অনেক দৃষ্টান্ত আছে ; এই স্থলে কেবলমাত্র দুইটা দৃষ্টান্ত সন্নিবেশিত হইল। একদা মৃগয়ায় যাইয়া প্রতাপসিংহ ও শক্তসিংহের মধ্যে লক্ষ্যসম্বন্ধে ঘোরতর বিবাদ উপস্থিত হয় । বিবাদ ক্রমেই বৃদ্ধি পাইতে লাগিল ; দেখিতে দেখিতে উভয়ভ্রাতা শেলহস্তে পরস্পরকে আক্রমণ করিলেন । শিশোদীয়কুলের সর্বনাশ উপস্থিত দেখিয়া শুভাকাঙক্ষী পুরোহিত বিবদমান ভ্রাতৃ-যুগলের মধ্যস্থলে উপস্থিত হইলেন, এবং বিবাদ হইতে বিরত হইবার জন্য উভয়ভ্রাতাকে নানারূপ অনুনয় বিনয় করিতে লাগিলেন ; কিন্তু ভাতৃযুগল কিছুতেই প্রকৃতিস্থ হইলেন না দেখিয়া অবশেষে, স্বীয় বক্ষে ছুরিকাঘাত করিয়া নিজের জীবন বিসর্জন দিলেন। এই লোমহর্ষণ ব্যাপার দেখিয়া উভয়ভ্রাতার চিত্ত আৰ্দ্ৰ হইল : তাহাদেরই জন্য পরমহিতৈষী পুরোহিত প্রাণত্যাগ করিলেন দেখিয়া, তাহারা শাণিত অস্ত্র হস্ত হইতে দূরে নিক্ষেপ করিলেন এবং বিষণ্ণবদনে ও অশ্রপুর্ণলোচনে স্ব স্ব ভবনে প্রত্যাগমন করিলেন। সপ্তদশশতাব্দীর মধ্যভাগে ব্রাহ্মণশ্রেষ্ঠ পুরোহিত সৎসাহস ও পরোপকারের জ্বলন্ত দৃষ্টান্ত দেখাইয়। ইহসংসার হইতে বিদায় গ্রহণ করেন। খৃষ্টের জন্মের প্রায় পাঁচশত বৎসর পূর্বে যখন রোমের অধিবাসিগণ অন্যের জীবন লইয়া ক্রীড়া করিতেন ; তখনও এইরূপে একজন সন্ন্যাসী নিজ