পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"H8 নীতি-সন্দর্ভ । র্যাহারা তাহাকে অভয় প্রদান করিয়াছিলেন, সম্পদে তিনি র্তাহাদের সকলেরই প্রত্যুপকার করিয়াছিলেন । সঙ্গ যখন আপন ভ্রাতা পৃথ্বীরাজের কঠোর অত্যাচার হইতে মুক্তিলাভের আশায় দীনবেশে নানা স্থানে বিচরণ করিতেছিলেন, তখন প্রমীরংশীয় করিমচাঁদনামক জনৈক দস্থ্য তঁাহাকে আশ্রয় প্রদান করে। সঙ্গ চিতোরের সিংহাসনে সমারূঢ় হইয়াই আজমীরের একটা ভূমিসম্পত্তি করিমকে প্রদান করিয়া কৃতজ্ঞতার প্রকৃত পরিচয় প্রাদান করেন। যে কৃতঘ্ন উপকারীর অপকারসাধনে প্রবৃত্ত হয় সে নরাধম, মনুস্যদেহধারী পশুবিশেষ । অকারণে পরের অপকার করিতে গেলে ভগবান নির্দোষের রক্ষাবিধান করেন, এদিকে পরাপকারীকেই তাহার কৃতকৰ্ম্মের ফলভোগ করিতে হয়। রাজনীতিজ্ঞ সমরবিশারদ আকবর তদীয় পরমহিতৈষী মানসিংহের প্রাণবিনাশার্থ বিষাক্ত ‘মাজন প্রস্তুত কিরিয়াছিলেন ; কিন্তু দৈবদুৰ্ব্বিপাকে তাহাকেই সেই মাজন ভক্ষণ করিতে হইয়াছিল। ক্রুরচরিত্র অরিসিংহের পত্নী বিষপ্রয়োগে পরমোপকারী মন্ত্রী অমরচাদের প্রাণ বিনাশ করিয়া চিরলালিত জিগীষার শান্তি বিধান করিয়াছিলেন সত্য, কিন্তু অচিরেই তাহাকে সমুচিত শাস্তি ভোগ করিতে হইয়াছিল। তিনি নিজ সচিবের প্রাণ বিনাশ করিয়া স্বদেশরক্ষার্থ যাহাকে আহবান করিয়াছিলেন, সে-ই বিশ্বাসের মস্তকে পদাঘাত করিয়া রাজ্য আত্মসাৎ করে। ৪ । স্বজাতি ও স্বদেশের প্রতি কৰ্ত্তব্য—যাহারা আমার