পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৰ্ম্মঠতা । ¢ጫ নাই, মিবারের যে গৌরব শত শত বিল্প বিপত্তির সময়েও অক্ষুণ্ণ রছিয়াছিল, তাহা দুর্ভাগ্য উদয়সিংহের ‘বিলাসিত ও অলসতার জন্যই পযুদস্ত হইয় পড়ে। অলসতা অশেষ দোষের আকর, অলস ব্যক্তি ষে কেবল নিজের সৌভাগ্য নষ্ট করে, এমন নহে, সে অন্তেরও অনিষ্টসাধনের একটী কারণ হইয়া উঠে। সুকবি ৮বঙ্কিমচন্দ্র যাথার্থই বলিয়াছেন, “আলস্য সংক্রামক পীড়ার স্যায়। যে ব্যক্তি একবার এইব্যাধিগ্রস্ত হয়, সে যে কেবল নিজেই ইহার ফল ভোগ করে এমন নহে ; কিন্তু সে শত শত ব্যক্তির হৃদয়ের পবিত্র সজীব ভাব সকল বিনষ্ট করিবার যন্ত্রস্বরূপ হইয়া উঠে। ইহা কীটের ন্যায় মনুষ্য-হৃদয়ের সাধুবৃত্তি সকল ক্রমে বিনষ্ট করিতে থাকে। ইহা বালক বৃদ্ধ যুব সকলের পক্ষেই কালান্তক যমস্বরূপ ।” অলস ব্যক্তির অনেক সময়ে জীবন পৰ্য্যন্ত সঙ্কটাপন্ন হইয়া উঠে। অলসতা হইতে উদরের পীড়া উপজাত হয়, এবং অনেক সময় এই উদরের পীড়াই জীবননাশের মূলীভূত কারণ হইয় পড়ে। অতএব শরীর ধারণের জন্য পরিশ্রম আবশ্যক। কিন্তু অতিরিক্ত পরিশ্রম ও ভাল নহে ; অতিরিক্ত পরিশ্রমেও শরীরে নানাবিধ পীড়া উপস্থিত হইবার সস্তব । যাহারা সর্বদা নিয়মিতরূপে পলিগ্রম করে এবং পরিশ্রমের উপযোগী আহার করে, তাহারাই সুস্থশরীরে দীর্ঘজীবী হইয়া থাকে । পূর্বে উক্ত হইয়াছে যে আত্মনির্ভরের অসন্তাব আমাদের