পাতা:নীতি-সন্দর্ভ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wye নীতি-সন্দর্ভ । অল্প সময়টুকু পান, তাহাও সাহিত্যালোচনায় অতিবাহিত করেন। আলস্তে কালক্ষেপ করিতে তাহদের কিছুমাত্র প্রবৃত্তি হয় না ; এই সাহিত্য আলোচনাই তাহাদের জীবনের একপ্রকার বিশ্রাম সময় । স্বকবি বঙ্কিম চন্দ্র, হেম চন্দ্র, ও नदीन खतः। প্রভৃতির জীবনীর বিষয় যাহারা বিশেষরূপে অবগত আছ, তাহারাই ইহার যাথার্থ্য উপলদ্ধি করিতে পারিবে । অতএব সৎকৰ্ম্মে প্রবৃত্ত হও, নিজের মঙ্গল হইবে, জগতের মঙ্গল হইবে ।