পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃত্তখণ্ড | ৯৯ হইয়া কহিল তোমরা প্রথমত আমাকে শৰ দৃষ্টি করাও পরে কৰ্ত্তব্যাকৰ্ত্তব্যের যুক্তি দান করিব, অনন্তর মৃত দেহের আচ্ছ। জন বস্ত্র উত্তোলন করাতে শব দৃষ্ট ও প্রাপ্ত হইলন। ইহাতে শিষ্যেরা বিস্ময়াপন্ন হয়, পরে মীমাংসক ঐ বস্ত্র দুই খণ্ডে ছিন্ন করিয়া উভয় দলকে দান করত অন্তহিত হন। ঐ স্থামে অদ্যপি মানকের সমাজ গৃহ বৰ্ত্তমান আছে তথায় বর্ষেই বছ সহস্ৰ যাত্রির মেলা হয়, গুরু নানক ৬০ বর্ষ ৫ মাস ৭ দিন পর্যন্ত ধৰ্ম্ম কাৰ্য যজন ঘাজন পূৰ্ব্বক লোকান্তরিত হন। ২ গুৰু অঙ্গদের চরিত্র । লাহোর রাজ্যের অন্তর্গত বিপাশা নদী তীরস্থ খন্ধর গ্রামের ক্ষত্রিয়বংশে অঙ্গদের জন্ম হয় তাহাঁর আদি নাম লীনারায়, কথিত আছে অরণ্য ভ্রমণ সময়ে এক মৃতদেহ দৃষ্ট করিয়া নানক আত্ম শিয্য বুধ ও লীনাকে ঐ শব ভক্ষণ করিতে আজ্ঞা দেন, বুধ ঘৃণা করিয়া ঐ কার্যে সাহসী হইলন। কিন্তু লীনা গুরুবাক্য দৃঢ়তর করিয়া কহিল যে প্রথমত শবের কোন অঙ্গভোজন করিব, গুরু তাহাকে পদাঙ্গুষ্ঠ ভোজন করিতে কহিলেন, লীন সাহস পূৰ্ব্বক শবের নিকট যাইবা भाज, मूडरनर अश्नम इs,.७डफूाज्ञा नानक उrश** न्छ বিশ্বাসী ও ইষ্টনিষ্ঠ জানিয়া আলিঙ্গন পূৰ্ব্বক কছিলেন যে তুমি আমার নিজাঙ্গ, অদ্যাবধি তৃৰ নাম অঙ্গদ থাকিল।