পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃত্তখণ্ড | מ•ל ভিষিক্ত ছিলেন। কোন২ গ্রন্থকৰ্ত্ত কহেন ঐ গুরু ১৫৭৪ সালে লোকান্তরিত হইয়াছেন। ৪ গুরু রামদাস । গুরু রামদাস অবধি সুধী বংশ্যের পূজ্যাসনাধিকারী হই লেন, এই.গুরু স্বকীয় সাধুত্ব সত্যবাদিত্ব পাণ্ডিত্য ও পবোপ কারিতা গুণে ৰিখ্যাত হন, অখিবর বাদশাহ তাহার প্রতি পরম প্রীত হইয় তাহাকে চকু নামক গ্রাম দেবোত্তর দেন ঐ গ্রামে তিনি অমৃতসর নামে পুষ্করিণী খনন করাইয়া নানকের ধৰ্ম্মালয় স্থাপন করত গ্রাম বৃদ্ধিষ্ণু ও আয় নামানুৰূপ রাম দাস পুর নামে বিখ্যাত করিয়াছিলেন, তিনি আদি গ্রন্থের কএক অধ্যায় ও এক নূতন পুস্তক রচনা করেন, তাহার ভার্য। ভানীর গর্ভে তিন পুত্র হয়, জ্যেষ্ঠ মহাদেৰ সন্ন্যাসী, মধ্যম পৃথ্বীদাস বিষয়াসক্ত হন, তৃতীয় অজুন পিতার পূজ্যাসন গ্রহণ করিলেন, গুরু রামদাস ১৬৩৯ সম্বতে হিজিরি ১•• ৬ ইং ১৫৮২ সালে ৩ মার্চে স্বর্গারোহণ করেন । এই গুরু, কেবল ৭ বৎসর পূজ্য পদে অভিষিক্ত ছিলেন । ৫ গুরু আজু ন । গুরু অজুন আদি গ্রন্থের রচনায় ও তাহ টাকাটিপপৃনী घाष्ट्र উজ্জ্বল করায় সৰ্ব্বত্র যশস্বী হইলেন, শুনাযায় আদি