পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০২ ৷ পঞ্জাব রাজ্যের ইতিহাস । গ্রন্থ দ্বাদশ জনের দ্বারা বিরচিত হয় তাহার আদ্যারম্ভক নানক ও সমাপ্ত কারিণী এক পণ্ডিত রমণী, তদ্‌গ্রন্থ নিৰতি অধ্যায়ে বিভক্ত। ঐ কালে দানী চন্দ্র নামক এক পণ্ডিত স্বর চিত কএক অধ্যায় তাহাতে সংযোগ করিতে চাহিয়াছিলেন কিন্তু তাহার লিখন नiब८ढ्झ वेिङ्ख्ग्घ्क् ऊiश्वtश्चन्न ह्७८न অজুন তাঙ্কাতে অসন্মত হইলে তদ্বার, ঐ পণ্ডিতের সহিত অরিতার সম্ভব হয়, এই গুরু ধনে মানে মহৈশ্বৰ্য্য শালী ছিলেন, তৎপুত্র হরগোবিন্দের সহিত চণ্ডুরায় নামক লাহোরের প্রধান মন্ত্রী এক লক্ষ মূদ্র পণ স্বীকার করিয়া আত্ম কন্যার বিবাহ দেওনে বাঞ্ছিত হুন গুরু डाइड অস্বীকার হইবায় মন্ত্রির সহিত প্রবল বিপক্ষত ঘটনা হয়, এমত কালে দিল্লীর বাদশাহ সাজাহান কাশ্মীর দর্শনার্থ যাত্রা করিয়া লাহোর নগরে खे°हिउ रुझेटन उब्रिकफे उख भळी গুরুর বিরুদ্ধে অনেক নেক দূষ্যবাৰ্ত্ত বিজ্ঞাপন করাতে তৎ কতৃক গুরু অমৃতসর হইতে আকৰ্ষিত হন, অনন্তর বাদশাহ তাছার সুধাময় বচন ও সূকপ সন্দর্শণ পূর্বক কৃষ্ট চিত্তে তাহাকে বিদায় দেন, তাহার গমন কালে বিদ্বেষি ចម្មផ្សំ তাহাকে ভয় দশনার্থ জানাইল যে কল্য দরবারে তাছার শিরঞ্ছেদ হইবে এই বাকে তিনি সম্ভমভয়ে রাবী নদীনীরে নিময় হইয়া প্রাণ ত্যাগ করেন । কোন২ গ্রন্থকারের কছেন যে তিনি কারাগারে ক্লেশ প্রাপ্ত হইয়া মরিয়াছেন যেৰূপে হউক তাহার লাজোর