পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃত্তখণ্ড । २७७ রাৰি নদীতে জলভ্রমণ কালে নৌকা সহিত জলমগ্ন হন, তদ বধি ঐ বংশের পরাক্রম অবসান হইয়া যায়।

  • * সক্কর চকিয় অধ্যক্ষের বিবরণ ।

মাঞ্জ রাজ্য বা দোয়াব বারি মধ্যে সঙ্কর চক গ্রামে চরৎ সিংহ নামক জাঠ বংশোদ্ভব এক ব্যক্তি শীক ধৰ্ম্মশ্রয় পূৰ্ব্বক কৃষিকাৰ্য দ্বার। দিন যাপন করিতেন কথিত আছে যে একজন সন্ন্যাসী তাহাকে বাল্য কালাবধি প্রতিপালন করিয়া fছলেন, চরৎ সিংহের দুৰ্বস্থা o দূরীকরণার্থ ঐ সন্ন্যাসী । তাহাকে দলু বৃত্তি করণের প্রবৃত্তি দেন, তদনুজ্ঞ ক্ৰমে চরৎ সিংহ পঞ্চজন অশ্বারোহি সঙ্গে লইয়া প্রথমত কুকার্যের অনুগামী হন, কালাত্যয়ে তাহার দলবল সপ্রবল হইলে বল দ্বার স্বকীয় জন্ম ভূমি সন্ধর চক অধিকার করিয়া লন, তৎপরে পিণ্ডানখ। প্রভৃতি ভূখণ্ড ও লবণের আকর অধিকৃত করত, অচ্য হইয়া সঙ্কর চকিয়া অধ্যক্ষ নামে লব্ধখ্যাতি হই লেন, উক্ত সিংহ ভাঙ্গি বংশীয় গুজার সিংহের পুত্র সাহেব সিংহের সহিত রাজ কুমারী নামী আয়ু কুমারীরবিবাহ দিয়া ছিলেন, তদনন্তর ভাঙ্গি বংশীয় বান্দা সিংহের সহিত ঘনিয়া মিছিল জয় সিংহের ੋਬ’ नमब्र .ါဗန္ সালে তাহার করষ্কৃত दरृ विनैf হইম ২৭ বর্ষ বয়ঃক্রমে প্রাণত্যাগ হয়, ঐ यूक তিনি জয় লিংহের পক্ষ ছিলেন ।