পাতা:পঞ্জাবেতিহাস.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

かご8 পঞ্জাব রাজ্যের ইতিহাস। মহাসিংহের বিবরণ। ইং ১৭৬০ সালে চরৎ সিংহের ঔরসে সঙ্কর চকিয়াগ্রামে মহাসিংহের জন্ম হয়, তাহার মৃত্যু সময়ে তিৰুি সপ্তম বর্ষীয় বালক ছিলেন, তিনি স্বজননীর ও জনকের প্রধান ভৃত্যের প্রতিপালনে সম্বদ্ধিত হইয়া যৌবনাবস্থায় মহাধনুমান এবং ব্যায়াম মল্লযুদ্ধ অশ্বচালনাদি যুদ্ধ কাৰ্য্যে কৃতী কুশল হইয়া পিতৃবৃত্তি দ্যুত পরিত্যাগ পূৰ্ব্বক দয়ে রাজ্য লাভের প্রবৃ ত্তিকে আশ্রয় দিয়াছিলেন, তিনি বিংশতি বর্ষ বয়ঃক্রমে ষটু সহস্র রণদক্ষ অশ্বারোহি সেনর অধীশ্বর হইয়া বার্ষিক আট লক্ষ মুদ্রোৎপাদক ভূপ্রদেশ অধিকার করিয়া পঞ্জাবের গণ্য ভূপাল গণের মধ্যে গণনীয় ইয়াছিলেন, ইং ১৭৮০ সালে মহাসিংহ মহাযুদ্ধেজয়ী হইয় যে দিবস শুল্লতান গড় নামক দুর্গাধিকার করিলেন ঐ দিবস তাহার হয় একদ। উভয় আনন্দে আবিষ্ট ও কৃষ্টহইয়। যুদ্ধজয় সূচক পুত্রের নাম রণজিৎ সিংহ রাখিলেন, তদনন্তর তাহার রণ খ্যাতি এমত দূরবিস্তৃত৷ ইয় যে পঞ্জাবের প্রধানাধ্যক্ষ জয় সিংহ ঘনিয়া আপনপত্র গুরুবক্স সিংহের কন্যার সহিত তৎপুত্র রণজিতের সম্বন্ধ নির্ণয় করিয়া উক্ত সিংহের नौशयादलञ्चन क्zब्लन পরে উক্ত সিংহ অাপন ভগনীপতি গুঞ্জারওয়ালা সাহেব সিংহের সহিত ঘোরতর যুদ্ধে লিপ্ত হইয়। কখন জয়ী কথন