পাতা:পঞ্জাবেতিহাস.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধিখও । । २११ পত্র বাহকের দ্বারা লাহোরে পত্র পাঠাইলেন উক্ত পত্র দৃষ্টে মেজর লরেন্স সাহেব অবিলম্বে লুধিয়ানায় ও শিমলায় পত্ৰ পাঠাইয়া দেন,তাহার পঞ্জ প্রাপ্তিতেঁও প্রযুতগবরনর সাহেবের আজ্ঞানুসারে লুধিয়ান হইতে প্রযুক্ত বৃঙ্গুেড়িয়র হুইলর সাহেব ৫ দল সৈন্য লইয়া ও কর্ণেল উড সাহেব এবং কাপ্তেন ফিটজিরেল্ড সাহেব বৃহদাকর ੋਂ ভেদক একাদশ তোপ সহিত এপ্রেল মাসের শেয়াদ্ধে কোটকাঙ্গরায় যাত্রা করিলেন, তদনন্তর দেওয়ান দীননাথ লাহোর হইতে দ্রুতগমনে উক্ত স্থানে উপস্থিত হইয়া দুৰ্গবাঁসি সৈন্য গণকে ও দুর্গাধ্যক্ষকে পত্রদ্বারা বিজ্ঞাপন করিলেন যে তাহারা স্বেচ্ছাধীন দুগত্যাগন। করিলে লাহোর রাজ্য মধ্যে তাহারদিগের যে সকল সকর নিষ্কর རྩྭ་མེ་ সম্পত্তি গৃহাদি আছে তাহা সরকারে গৃহীত হইয়া পরি বার গণকে কারবদ্ধ করা যাইবে, ইহাতেও দুর্গ বাসির নমত স্বীকার করলন, ঐ কালে রাজালাল সিংহ লাহোরে সাৰ্ব্বত্রিক রাজ্যজ্ঞাপত্র প্রচার করিয়া যে২ স্থানে উক্ত দুৰ্গস্থ সৈন্য ও সেনাপতির সকর লিঙ্কর ভূমি ও অন্য সম্পত্তি ছিলতত্তাবৎ সুসিদ্ধ করিয়া তাহারাদগের পরিবার সমূহকে স্থানে২ কারাবদ্ধ করাইলেন, যখন कूर লোকের স্বীয়২ সম্পত্তি হরণের ও. পরিজনের বিপদাপত্তি সংবাদ শ্রবণ করিল তখন তাহারদিগের মন শোক পূরিতাপে ব্যাকুল হইতে লাগিল এমত সময়ে শ্ৰীযুত মেজর লারেন্স-সাহেৰ উক্ত স্থানে