বিষয়বস্তুতে চলুন

পাতা:পথের দাবী নাটক.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ्डैौष पृथ পথের দাবী సిసి সব্যসাচী হন, তাহলে আমি নিশ্চয় করে বলতে পারি বিলাস, তলোয়ারকর मशंधडूब्रहे शिशु । বিলাস। তা হলে আর যাবে কোথাষ । নিমাই। অর্থাৎ ? বিলাস। তলোয়ারকরেব মামলায সবই বেরিযে পড়বে । নিমাই। মামলা হবে তুমি ভেবেচ ? 需} भjहन ? বিলাস - নিমাই। তলোয়ারকরকেও পাবে না, মাদ্রাজী ব্যারিষ্টার কৃষ্ণ আইয়ারকে ও পাবে না । বিলাস । এ আপনি কি বলছেন! তলোয়ারকব স্ত্রীকন্যা নিয়ে এখানে বাস করে । নিমাই। খুব তো বল্পে তুমি । নিজেদের প্রাণ ধারা হাতে করে নিযে বেড়ায দেবীর জন্তে, তার ভাই বন্ধু দারা স্বতের কোন দাম দেয় না । জগদীশ একবার ভাই মং সাহেবকে আনে। দেখি তার কাছ থেকে কিছু বার কব৷ যায কি না । o জগদীশ উঠিয়া চলিয়া গেল ছেলে মানুষ হাতে পেয়েও ছেডে দিলে ! বিলাস । আচ্ছা, সেই মেয়ে দুটোর কাছ থেকেও তো খবর কিছু পাওয়া যেতে পাবে । নিমাই। ওরে বাবা, ওদের মনে সকল কিছুই নেই। মেয়েগুলোকেই ওরা মজিয়েচে, মেয়েরা ওদের মজায়নি। কাজের কথা তাদেব কাছেও কিছু পাওয়া যাবে না। আমি কেবল ভাবি বিলাস, বাঙ্গালীব বংশে এমন সব ছেলেমেয়ে কোথেকে এলো ? w