পাতা:পথের দাবী নাটক.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 পথের দাবী ילצ গিরিশ। আজ্ঞে, মনের সাধ আর মেটাতে পারলুম কৈ ! কাসিতে লাগিল জগদীশ । দেখো, মেজেতে যেন ফেলো না । ঘক্ষার বীজাণু ছড়িয়ে যেয়ে না । গিরিশ । কাঠ কাসি, বাবু ছিটে ফোটাও পড়বে না । নিমাই। এদের জিনিষ-পত্রগুলো search কবেচ জগদীশ ? জগদীশ । হ্যা 4ir, কিছুই পাইনি। নিমাই । তাহলে নাম ধাম লিখে রেখে এদের ছেড়ে দাও । গিরিশ কাসিতে কাসিতে সবার আগে উঠিয়া দাডাইল গিরিশ। বাচালেন বাবু, দম আটকে আসচে । নিমাই। উক্ত ৷ উই ! তুমি নও । তুমি একটু বোস । গিরিশ ফ্যাল ফ্যাল করিব নিমাইবাবুর মূপের দিকে চাহিয়া রহিল জগদীশ । ( অন্য ক’জনকে ; তোমরা এস আমার সঙ্গে । অপর তিনজন জগদীশের সঙ্গে সঙ্গে গেল গিরিশ । আমার জন্য ভেবেীনা ভাই সব । আমি পথ চিনি । এ বা ছেড়ে দিলে সোজা চলে যাব । লিমাটবাবু তীক্ষ দৃষ্টিতে গিরিপকে দেপিন্তে লাগিলেন। গিরিশের গারে জাপানী সিধের রামধনু রংয়ের চুড়াদার পাঞ্জাবী। পকেটে বাঘ আঁকা কমালের খানিকট দেখা যাইতেছে। পরণে বিলিতী মকমল পাডের সন্ম ৭াডা, পায়ে সবুজ রংয়ের ফুল মোঙ্গ BB BB BtB BB BBB BBS BBB BB BBBS BB BBBB BBB হাতল দেওয়া বেতের ছড়ি । অপূৰ্ব্ব ।' কাকাবাবু, এই লোকটাকে ছেড়ে দিন। যাকে খুপ্রচেন, এধে সে নয়, তা আমি হলফ করে বলতে পারি।