পঞ্চম দৃশু পথের দাবী 8○ আজি আমি গরিব । কিন্তু এ দিন আমার থাকবে না। দশ বিশ হাজার তাতে আসিবেই । ভট্টচায, বোতল রাখিষা দিল শণি সেটা তুলিয়া লইয়া উঠিয় দাড়াইল রাইমোহন। তুমি কী বলচ, কবি ? শশি। বলচি নবতারাকে নিয়ে মনের আনন্দে এইখানেই থাকুন। অামি চল্লম, নবতারাকে কখনো দেখা দেীব না । ভট্টচাৰ্য, শশির হাত হইতে বোতলট কড়িয়া লইখা কহিল রাইমোহন । তবে যে তুমি বল্পে, ফি বোজ একটা কবে বোতল দিয়ে ঘালে ? শশি। ঠিক ! ঠিক ! বলেছিলুম বটে। তা এক কাজ করবেন। বোজ দুপুরে রাস্তার মোড়ে গিয়ে দাড়িয়ে থাকবেন। আমি চুপি চুপি দিয়ে চলে যাব । ভট্টচাৰ্য, বোতলটা ফেলিযা দিয়া যাইতে যাইতে কহিল ৭াইমোহন। একটা পাইট এনে খয়রাত করচ বাবা। সস্তায় কিস্তি । থাকগে । এখন শোন আমার শেয কথা । নবতারাকে নিয়ে আমি ঘর করবো না । দুষারের দিকে অগ্রসর হইল। শশি ভাহাকে ধরিল পিছু টানছ কেন বাবা ? শশি । আজ আপনাকে কিছুতেই যেতে দোব না । রাইমোহন । কেন দেবে না ? শশি । নবতারা যদি মনে করে আমি আপনাকে মদ খাইয়েছি বলে আপনি চলে গেলেন, না খাওয়ালে যেতেন না ? রাইমোহন। ককক না মনে যা তার ইচ্ছে।
পাতা:পথের দাবী নাটক.djvu/৫৪
অবয়ব