পাতা:পথের দাবী নাটক.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃপ্ত পথের দাবী 岔忘 তলোয়ার। দু’বছব জেল খাটলুম। অপূৰ্ব্ব । জেল থেটেচ তুমি! তলোয়াব । আর এই জামাটা ঘদি খুলে ফেলেন, তা হলে দেখতে পাবেন, ওখানে বেতের দাগে দাগে অর্ণব জায়গা নেই । অপূৰ্ব্ব । বেতও থেয়েচ তলোয়াবকব ? * তলোযাব । স্বাধীনতার উপাসকর যা সয়েচেন, তবে তুলনায এ দুঃখ কিছুই নয। তুচ্ছ যা তাও আমি সইতে পারলুম না । সুখের সন্ধানে স্ত্রী কন্যা নিয়ে চাকলি করতে রেঙ্গুণে এলুম। তাই তো দুঃখ সইবাব বড়াই মাল কবি না, বাবুজী ! ভারতীর পুনঃ প্রবেশ অপূদ । আহন ভারতী। ওই যে ওখানে লেখ রয়েছে “পথের দাবী” ওর অর্থ কি, বলবেন ? ভারতী ৷ ও হচ্ছে আমাদের সমিতিব নাম । ওল অর্থ হামব: সবাই পথিক । মাতৃযেল মন্তসুত্বের পথে চলবার সকল দাবী নিযে স্বামবা পথ চলি । আমাদের পথে ধারা ভাসবে তারা যেন বিনা বাধায় হটতে পারে। তাদের অবাধ মুক্ত গতি কেউ যেন না রোধ করতে পারে, এই আমাদেব পণ । আসবেন আমাদের দলে ? অপূৰ্ব্ব । এইযদি আপনাদের সাধন হয়,আছি আমি আপনাদের দলে । ভারতী। তা চলে চলুন, ডাক্তাবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আপনাকে পথেৰ দাবীর সভ্য কবে নোব। অপূর্ব। তিনি বুঝি সভাপতি ? ভারতী। তিনি মূল শিকড়, মাটির তলায় থাকেন। তার কাজ চোখে দেখা যায় না ।