&l- পথের দাবী t দ্বিতীয় অঙ্ক তলোযার। আমি ভেবেছিলুম আপনার কাছ থেকেই জেনে নেব । অপূৰ্ব্ব । কেন, ভারতী আপনাকে ওর মানে বলে দেন নি ? তলোমার। জিজ্ঞাসা করেছিলুম। জবাবে জানিয়েছিলেন— সবস্যাচাই মানে বলে দেবেন। অপূর্ব। সব্যসাচী । সব্যসাচী যেন আলেয়ার আলো যে রয়েচে । পুলিশ অবধি ভাব পরশ পাচ্ছে না। গভর্ণমেণ্টের কত টাকাই ন বুনে ইসি ধরবার জন্য ব্যয় করা হচ্ছে । তলোয়াব । বুনো ইসি ধবন্তে বাঙলা দেশ থেকে যাব এসেচেন, ভাদের মধ্যে আপনিই না একদিন বলেছিলেন, আপনার একজন আত্মীয আছেন ? নপূৰ্ব্ব । হ্য, ঠাকে আমি কাক বলি। তিনি আমার শুভাকাঙ্গী। তাই বলে আমব দেশেব চেয়ে ন্তে তিনি আপন নন। তার চেয়ে যাকে তিনি দেশের টাকায় দেশেব লোক নিযোগ কলে শিকারের মতো তাড়া কলে বেড়াচ্ছেন, তিনি অfমাব ঢ়েব, ঢের বেশ আপনার । তলোয়ার। এ কথা বলায় দুঃখ আছে, বাবুজী । অপূৰ্ব্ব । থাকে তাই নোব। কিন্তু তাই বলে তলোয়াবকব, শুধু কেবল আমাদেব দেশে না, পৃথিবীর বে কোন দেশে, যে কোন যুগে, যে কেউ তার জন্মভূমিকে স্বাধীন করতে চেয়েচে, তাকে আপনার নয় বললার সাধ্য আর বার থাকৃ, আমার নেই । তলোয়ার। বয়ে যে দুঃখ পেতে হয়, তা কি আপনি সইতে পারবেন বাবুজী ? অপূৰ্ব্ব । কেন পারল না ? তলোয়ার। আমি পারি নি কিনা। অপূৰ্ব্ব । তুমি পার নি মানে ?
পাতা:পথের দাবী নাটক.djvu/৬৯
অবয়ব