এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পথ-নির্দেশ বলিল, তা হোক কিন্তু কাজটা ভাল হয় নি। যাব যা জাত, তাই তাব মেনে চলা উচিত । তা ছাড়া মাকে দুঃখ দেওয়া হয যে । হেম ক্ষণকাল চুপ কবিঘা থাকিব, হঠাৎ যেন বাগ কবিযা বলিল, এ যেন তোমাব বাড়ী নয, তোমাব জায়গা নয়, তুমি যেন সকলেব নিচে, সকলের ছোট। এ যদি বা তোমাব সহ হয়, আমাৰ হয না । তোমাব পাতে ধ’সে • খেলে মা দুঃখ পান, না খেলে, মাল চেযে যিনি বড়, তাকে দুঃখ দেওযা হয। আচ্ছ, তুমি এখন যাও—আমি বক্তে পাবি নে, পড়ি। বলিষা সে খোলা বইযেব পাতাব উপব তৎক্ষণাৎ ঝুকিযা পডিল। গুণেন্দ্র থানিকক্ষণ স্থিব হইযা বসিযা থাকিযা নিঃশব্দে উঠিয়া গেল। তাহাব দুই চোখের উপব হইতে একটা কাল পর্দা আজ যেন অকস্মাৎ কোথায় অন্তৰ্দ্ধান হইবা গেল।