এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পথ-নির্দেশ নি। তা ছাড়া কে তোমাদের গুরু, সে ত আমি জানি 6न । হেম বলিল, সে গুরুতে আমার কাজ নেই, আমি তোমার কাছ থেকে দীক্ষা নেব । গুণী আশ্চৰ্য্য হইযা বলিল, আমাব কাছ থেকে দীক্ষা নেবে ? আমি দীক্ষাব কি জানি হেম ? তা ছাড তোমবা হিন্দু, আমি ব্রাহ্ম। হেম বলিল, আমি সে জানি নে । মা বলেছিলেন, । তোমাব বা ধৰ্ম্ম অমাবও তাই ধৰ্ম্ম । আচ্ছ গুণিদা, এ কথার অর্থ কি ? এ কথার কি অর্থ গুণী তাঙ্গ জনিত । কিন্তু তাঙ্গ না বলিষ সহজ ভালে সে ললিল, বোধ কবি, তিনি ব’লেছিলেন, সব ধৰ্ম্মত এক । হেম বলিল, কিন্তু সব ধৰ্ম্ম ত এক নয । গুণী ক্ষণকাল নীলব থাকিযা বলিল, এ সব আলোচনা তামি কথনে পরের সঙ্গে কবি নে । হেম বলিল, কিন্তু আমি ত হোয়াব পর নই। গুণী প্রকৃত্তিরে বলিয়া উঠিল, না, তুমি আমাক পবমাত্রীব, কিন্তু তামীর সঙ্গেও আমি এ সমস্ত চর্চ। কবৃব না। 8업