পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছিতৈষিত । У о 4 হালে নামক নগরে ধৰ্ম্মোপদেশকের ও অধ্যাপকের পদে নিযুক্ত হইয় আপন আয়ুর অবশিষ্ট পয়ত্রিশ বৎসর তথায় যাপন করিলেন। সেই নগরে উপস্থিত হইলে পরে তিনি দরিদ্র লোকদের উপকারার্থে প্রতি বৃহন্নতিবারে একটি বিশেষ সময় নিরূপণ করিলেন ; তাহাতে অনেক ২ লোক তাহার নিকটে আসাতে তিনি প্রথমে ' তাহাদিগকে কিছু ভিক্ষণ দিতেন ও রুট বিতরণ করিতেন। কিছু কাল পরে মনে ২ ভাবিলেন, এই যে লোকদিগকে আমি শারীরিক প্রাণ রক্ষার্থে অন্ন দিয়া থাকি, ইহাদিগকে আত্মার পরিত্রাণার্থে পারমার্থিক অন্নও দান করা কি অামার উচিত নয় ? এমত বিবেচনা করিয়া তিনি সেই দরিদুদিগকে আপনার কুঠরীতে একত্র করিয়া তাহাদের সহিত পরিত্রাণের উপায় বিসয়ক কথোপকথন করিতে লাগিলেন । তাহাতে সেই সকল লোকদের ঘোর অজ্ঞানতা প্রকাশ পাইলে তিনি অতিশয় মনোদুঃথিত হইয়া, যাহাতে তাতাদের বালকগণ কোন মতে ধৰ্ম্মশিক্ষা পায়, এমত উপায় চিন্তা করিতে লাগিলেন । প্রথমে তিনি কোন ২ বালককে পাঠশালায় পাঠাইবার নিমিত্ত্বে তাহাদের পিতামাতাকে প্রয়োজনীয় পয়সা দিতেন ; কিন্তু তাহাতে বাঞ্ছিত ফল দর্শিল না, কেননা পিতামাতারা পয়সা লইয়া অন্য ২ বিষয়ে ব্যয় করিত, বালকদিগকে পাঠশালায় পাঠাইত না। ১৬৯৫ শালে তিনি অ্যাপন কুঠরীর এক দেওয়ালে ছিদ্রযুক্ত একটি ছোট সিন্দুক বদ্ধ করিলেন, তাহার উর্বে ধৰ্ম্মপুস্তকের এই বচন লেখা ছিল ; যথা, “সাম্পসারিক