পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 9 & পবিত্র আত্মার ফল । অতিশয় আনন্দিত হইলাম, কিন্তু মনে ২ ভাবিলাম যে এত টাকা কোন মতে লওয়া উচিত নয়, কারণ তাহাতে এই দুঃখিনীর অবশ্য প্রয়োজন হই ৰে । অতএব তাহাকে বলিলাম, ওগো, তোমার এত অধিক দেওয়ার প্রয়োজন নাই, আমি এত লইব না। তাহাতে সে বলিল, আপনি না লইলে অদ্ধ মাস পর্য্যন্ত আমার সুথে আহার নিদু। হইবে না। পরে ঈশ্বর আমার স্বদেশীয় দীনহীন ব্যক্তিদিগকে সুসমাচার দান করণ পূৰ্ব্বক আশীৰূর্বাদ করুন, এই কথা বলিয়। সে আমার হস্তে ঐ নোট দিয়া চলিয়া গেল। দাতৃত্ব গুণে সেই দুঃথিমা কত শত লোকাপেক্ষা উত্তম ! কোন ব্যক্তি প্রথমে টাকা পাইয়া সঞ্চয় করিতে অাশা না করে ? অার কোন ব্যক্তি ৰা প্রথমে টাকা পাইয়া সমুদয় দান করে । সে বহু কালাবধি টাকা উপাৰ্জনার্থে চেষ্টা করিয়া পাইবামাত্র স্বজাতীয়দের নিকটে সুসমাচার প্রকাশ করণের নিমিত্তে একেবারে সমুদয় দান করিল। ১৩ । প্রযুক্ত ফুঙ্কে সাহেবের কথা । উক্ত সাহেব ১৬৬৩ শালে জৰ্ম্মাণি দেশের লুবেক নগরে জন্মিয়াছিলেন । তিনি নানা বিদ্যালয়ে অধ্যয়ন করিয়া অনেক জ্ঞান উপাৰ্জ্জন করিয়াছিলেন, পরে চব্বিশ বৎসর বয়ঃক্রম কালে সত্যরূপে প্রভূ যীশু খ্ৰীষ্টের প্রতি মন ফিরাইয়; তদবধি উপদেশ ও কথোপকথনদ্বারা অনেক ২ লোককে পরিত্রাণজনক ধৰ্ম্মজ্ঞান দিতে অতি যত্নবান ছিলেন। পরে ১৬৯২ শালে তিনি