পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 × 8 পবিত্র আত্মার ফল । অসীম ক্লেশ হইত। এই সকল দেখিয়া হেীয়ার্ড সাহেব অতিশয় দুঃথিত হইলেন, এব° কারাবদ্ধ লোকদের ক্লেশ নুন করুণার্থে যথাসাধ্য চেষ্টা করিলেন। অনন্তর ঐ বার্ষিক উচ্চ পদ ত্যাগ করিলে পরে তিনি একান্ত মনে সেই অভিপ্রায় পূর্ণ করিতে যত্নবান হইয়। আয়ুর অবশিষ্ট ষোল বৎসর যাপন করিলেন | প্রথমে তিনি ই°\লণ্ড ও স্কটলণ্ড ও আয়রলগু দেশের সমস্ত কারাগার দেখিতে গেলেন । পরে ইউরপ মহাদ্বীপে যত রাজ্য, সেই সকল রাজ্যের যত কারাগারে প্রবেশ করা তাহার সাধ্য হইল, সেই সকল কারাগারে গিয়া তথায় বদ্ধ লোকদের অবস্থা নিরীক্ষণ করিলেন । র্তাহার এই রূপ ক্রিয়াতে নানা দেশের অধ্যক্ষেরণ অতি অসন্তুষ্ট ছিলেন, কেননা তিনি নিৰ্ভয়ে দোষি রক্ষকদের ও পাচকদের ও চিকিৎসকদের এল৭ খাদ্যদুল্য ও বস্ত্রাদি ব্যবসায়ি লোকদের দোষ প্রকাশ করিতেন, এবণ অতি মলিন কারাগারের বর্ণনা সৰ্ব্বত্র প্রচার করিতেন, এব^ অনাবশ্যক ক্রুরতা কোন মতে গুপ্ত রাথিতেন না। এই ২ কারণ বশতঃ কতক বৎসর পর্য্যন্ত ফুন্সি দেশে তাহার গমন নিষিদ্ধ ছিল, তথাপি তিনি গোপনে তাহার পারিস নামক রাজধানীতে গিয়া তাহাকে ধরিতে উদ্যত পদাতিকদের হস্ত আশ্চর্য্য রূপে এড়াইয়া উক্ত রাজ্যের অনেক কারাগার দেখিলেন । ১৭৮৯ শালে তিনি রুষিয়া দেশস্থ ক্রিমিয়া নামক প্রায়দ্বীপের উত্তরদিগে স্থিত অঞ্চলে গেলেন, কেননা তৎকালে রুষীয় ও তুরুক লোকদের মধ্যে যুদ্ধ ছিল, অতএব