পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিতৈষিতা । У У Q. পীড়ার সময়ে রুষীয় সামান্য সৈন্যেরা অাপন ২ অধ্যক্ষদের অমনোযোগ ও লোভ ও প্রবঞ্চন প্রযুক্ত যে অসীম ক্লেশ পাইত, তাহ কিঞ্চিৎ নূ্যন করা তাহার অভিপ্রায় ছিল ; কিন্তু সেই অভিপ্রায় সিদ্ধ করা তাহার দুষ্কর হইল, কেননা অধ্যক্ষ ও চিকিৎসক সকল দ্রুতগামি চরদ্বারা তাহার আগমনের অনুসন্ধান আগে পাইয়া অতি শীঘু চিকিৎসালয়হঠতে মলিন বস্ত্র ও পচা খাদ্য দুল্য দূর করিয়া নিৰ্ম্মল বস্ত্র ও ভাল খাদ্য দ্রব্য র্তাহাকে দেখাটত ; পরে তিনি নির্গত হইবা মাত্র সেই সকল পুনৰ্ব্বার পরিল দ্ভ করি ত । কিঞ্চিখ কাল পরে রুষীয় লোকদের মধ্যে মহামারী উৎপন্ন হইলে কোন ধনবতী স্ত্রী পীড়াগ্রস্থা ইষ্টয়া হেীয়ার্ড সাহেবের চিকিৎসাদ্বারা উপশম পাইবার আশাতে র্তাহাকে ডাকাইলেন ; তাহাতে তিনি তাহাকে দেথিবীর নিমিন্তে বারে ক্রোশ পথ গিয়া তৃতীয় বার সাক্ষাৎ হওন সময়ে অসাবধানরূপে র্তাহার নাড়ী ধরিলে তাহারও সেই পীড়া হইল, এল৭ তিন সপ্তাহের পরে অর্থাৎ ১৭৯০ শালে ২০ জানুয়ারি তারিখে থেরসন নগরে তাহার মৃত্যু হইল। ক্লিষ্ট লোকদের উপকারার্থে তিনি সৰ্ব্বশুদ্ধ ত্রিশ সহসু ক্রোশের পথ যাত্রা করিয়াছিলেন । যদ্যপি পরাক্রমি রাজগণ র্তাহার দৃঢ় প্রতিজ্ঞাতে এক প্রকার ভীত হইতেন, তথাপি তিনি অতি নমুশীল ও সরলাত্মা লোক ছিলেন, এব^ প্রভূ যীশু গ্রীষ্টেতে র্তাহার অতি দৃঢ় বিশ্বাস ছিল । তাহার হিতৈষিতা নিষ্কল হয় নাই, কেননা সেই সময়াবধি কারাবদ্ধ প্রভূ