পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> > や পবিত্র আত্মার ফল । ক্লিষ্ট লোকদের প্রতি পূৰ্ব্বাপেক্ষা অধিক মনোযোগ হইতেছে। পূৰ্ব্বে তাহার। সৰ্ব্বদা মৃত্যুর মুখে ছিল, অর্থাৎ তাহাদের অধিকা^শ প্রথম বৎসরে মরিত, কিন্তু সম্রতি অন্যান্য স্থান অপেক্ষা কারাগারে অধিক পীড়া আর হয় না । ১৮। খ্রযুক্ত উইলবরফর্ম সাহেবের কথা। উক্ত সাহেব অতি মান্য ও সনলান লোক ছিলেন । তিনি ১৭৫৯ শালে ই৭লণ্ড দেশের হুল নগরে জন্মিয়াছিলেন, পরে একুশ বৎসর বয়সে পার্লিরামেণ্ট অর্থাৎ ব্যবস্থাপক সভার অপশী হতীয়া পয় তাল্লিশ বৎসর পর্যন্ত সেই সভাভুক্ত থাকিলেন। তিনি অতি তীক্ষ্ণ বুদ্ধি বিশিষ্ট ও বিলক্ষণ সুবক্তা ছিলেন, কিন্তু তাহার সমস্ত গুণের মধ্যে হিতৈষিত পুপান ছিল, এই জন্যে ১৮৩৩ শালে তাহার মৃত্যু হমলে রাজকীয় ব্যয়ে মহা সমারোহ পূৰ্ব্বক তাহার কবর দেওয়া গেল। যৌবনকালে অর্থাৎ নুনাধিক ১৭৮৫ শালে যখন তিনি দূর দেশ নিবাসি কোন পীড়িত কুটুম্বকে দেখিবার নিমিত্তে ফুন্সি দেশ দিয়া যাত্রা করিলেন, তখন এক জন পাৰ্ম্মিক বন্ধু তাহার সঙ্গী ছিলেন। এক দিন অতি উদযোগি কোন ধৰ্ম্মোপদেশকের বিষয়ে কথোপকথন হইলে উইলবরফস সাহেব কহিলেন, আমার বোধ হয় সেই ব্যক্তির উদযোগ অতিরিক্ত। তাহাতে র্তাহার বন্ধু উত্তর করিলেন, বোধ হয় ধৰ্ম্মপুস্তকের অন্তভাগে কৰ্ত্তবাকৰ্ত্তব্য আচরণের যে বর্ণনা লিথিত আছে, তাহার সহিত