পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরেতে নির্ভর । > &、> প্রার্থনা করিলাম। ভূমি কেমন আছ ? ইহা জিজ্ঞাসা করিলে সে উত্তর করিল, আমি প্রভূর নিরূপিত সময় অপেক্ষা করিতেছি, তিনি ডাকিবামাত্র যাইব । দেখুন, আমার দুই চক্ষু ও দুষ্ট হাত ও দুই পা গিয়াছে। অতএব আমার শরীরের কি আছে ? হে মহাশয়, কথন ২ বেদন। অামার অসহ্য বোপ হয় ; এমন্ত সময়ে ঈশ্বরসমীপে কাকতি করিয়া তাহার সাহায্য প্রার্থনা করি। মরণকাল উপস্থিত হইলে সে নিকটস্থ ব্যক্তিদিগকে বিশেষতঃ আপনার স্ত্রীকে ঈশ্বরের সেনা • করিতে আদেশ করিল ; পরে শান্ত মনে প্রাণ ত্যাগ করিল। তৎকালে যদ্যপি হাপলি লোকদের মধ্যে অনেকে বিলাহরূপ বন্ধন মানিত না, তথাপি সেই স্ত্রী বিশ্বস্তা হইয়া পীড়িত স্বামির অন্তিমকাল পর্য্যন্ত সেবা করিল | ৩। এক দুঃখিনী মাতার বিবরণ। আমেরিকা দেশের কোন ধনি লোক প্রথমে সাPNসারিক সুখে ময় ছিলেন, পরে তাহার মন এই রূপে পরিবত্তিত হর্তল । তাহার একটি তা দ্বিতীয়া প্রিয়তম৷ কন্যা ছিল ; সে পীড়াগ্রস্ত হইয়া অল্প কাল পরে মরিল। পিতা কেবল ঐ কন্যাতে মনোনিবেশ করিতেন, আর ঐ কন্যার মৃত্যুকাল উপস্থিত হইলে তাহার শিয়রে দণ্ডায়মান হষ্টয়া শোকে প্রায় উন্মন হইলেন, এবণ সত্য ধৰ্ম্ম বিহীন হওয়াতে সৰ্ব্বনিয়ন্ত পরমেশ্বরকেও অভিশাপ দিতে প্রস্তুত হক্টলেন । তৎকালে তাহার ভার্য্য কন্যার পাছতলায় দণ্ডায়মান হইয়৷ সজল নয়নে উৰ্দ্ধদৃষ্টি হইয়া