পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిరి পবিত্র আত্মার ফল । কহিলেন, ঈশ্বরের ইচ্ছামত হউক, ঈশ্বরের ইচ্ছামত হউক । এক্ট কথা শ্রবণমাত্রই তাহার রাগাম্বিত স্বামী কন্যার দিগহইতে ফিরিয়া আপন স্ত্রীর প্রতি দৃষ্টিপাত করিলেন, এব^ তাহাকে নিদয় মাতা জানিয়া তিরস্কার পূৰ্ব্বক প্রহার করিতে প্রস্তুত হইলেন। তিনি সেনাপতি ও ব্যবহারশাস্ত্রের পারদর্শী প্রযুক্ত পাণ্ডিত্যের শ্লাঘা করিতেন ; এই জন্যে ক্রমে ২ তাহার রাগের শমস্ত হইলে শোকের সময়েও বিবেচনা করিতে লাগিলেন, এই দুর্ঘটনাতে আমার সাহস ও জ্ঞান নিসুল । এই রূপ বিবেচনা করাতে তিনি অতিশয় লজ্জিত হইলেন, এব^ আপন অধৈর্য্যতার সহিত ভার্স্যার ধৈর্য্য তুলনা করিয়া কহিলেন, এ বড় আশ্চর্য্য, আমি এক জন পুরুষ ও সেনাপতি, এবণ বিপদের সময়ে অামার সাস্থনাদায়ক জ্ঞান আছে, ইহা বলিয়া অভিমান করিয়া থাকি, তথাপি এই শোকের সময়ে তুচ্ছনীয় নৈরাশ্য প্রকাশ করিলাম। কিন্তু আমার যে দুৰ্ব্বল ভাৰ্য্য কন্যার প্রতি আতিশয় স্নেহবতী, এই শোকের সময়ে কেবল তিনি ধৈর্য্যযুক্ত জ্ঞান প্রকাশ করিলেন ; আমি ইহার কারণ অনুসন্ধান করিতে চাহি। তাহাতে তাহার মন তাহাকে কহিস্তে লাগিল, ইহার কারণ এই যে তোমার স্ত্ৰী শ্রীষ্টের অণশ্রিত লোক, কিন্তু তুমি তাহার আশ্রিত লোক নহ । এই রূপ ভাবিতে ২ তাহার মনের নূতন ভাৰ জন্মিল, অর্থাৎ পূৰ্ব্বে তিনি যে ধৰ্ম্মে অসজ করিয়াছিলেন, তদবধি তাহার গুণ বুঝিয় মনের মধ্যে তাহা গ্রাহ করিলেন।