পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরে তে নির্ভর । Y 3) × ৪ । ধাৰ্ম্মিক মোরেবিয়ান লোকদিগের কথা । পূৰ্ব্বকালে ওfষ্ট্রয় রাজ্যের অধীন কোন ২ অঞ্চলে, বিশেষতঃ মোরেবিয়া দেশে সত্য ধৰ্ম্মে অনুরক্ত অনেক লোক বাস করিত, কিন্তু রোমাণ কাথলিক মতাবলম্বি রাজগণের দৌরাত্ম্য প্রযুক্ত তাহাদের অধিকাংশ বি দেশে প্রবাস করিতে গিয়াছে। নুনাধিক এক শত বৎসর হইল, শ্ৰীযুক্ত জান ওএসলি সাহেব ই লণ্ড দেশহক্টতে জর্জিয় দেশে গমন করিলেন। যে জাহাজে তিনি ছিলেন, সেই জাহাজে কতক গুলিন মোরেবিয়ান লোক ছিল। পথের মধ্যে বৃহৎ তুফান উপস্থিত হওয়াতে তিনি মৃত্যুভয়ে কল্পিত কলেবর হষ্টয়া মনে ২ ভাবিতে লাগিলেন যে এখন মরিলে পরকালে আমার অমঙ্গল ই চলে , এবং ঐ মোরেবিয়ান লোকদের মনের স্থিরতা দেখিয়া আতিশয় চমৎকৃত হঠলেন। ফলতঃ ঐ সকল ধাৰ্ম্মিক লোক গান করিতেছিল, ইতিমধ্যে একটা বৃহৎ ঢেউ আসিয়া জাহাজের প্রধান পাইল ছিড়িয়া দুই পুলের মধ্যবৰ্ত্তি তাহাদের বসিবার স্থান পূর্ণ করিল ; তাহাতে জাহাজস্থ ইসরাজ লোকেরা অতিশয় ভীত হইলেও ঐ মোরেবিয়ান লোকের গান করিতে নিবৃত্ত হইল না। ইহাতে আশ্চর্য জ্ঞান করিয়া ওএসলি সাহেব দুই এক দিন পরে তা স্থাদের এক জনকে ডাকিয়া জিজ্ঞাসলেন, তোমাদের কি ভয় হইল না ? সে বলিল, না, ঈশ্বরানুগ্রহে আমরা সুস্থির ছিলাম। পরে তিনি জিজ্ঞাসিলেন, তোমাদের স্ত্রীলোক ও বালকদের কি ভয় হইল