পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

”صی. ঈশ্বরেতে নিম্ভর । >○○ অল্প বেতনে স্ত্রী ও তিনটি পুত্রের প্রতিপালন করিত ! সে ধৈর্য্যশীল ও পরিশ্রমী ও উদযোগী হওয়াতে আপনার ও পরিজনগণের জন্যে প্রয়োজনীয় বস্তু মোগাইতে যত্নবান ছিল। এক দিন শস্য ছেদনের সময়ে সে শস্যের গাদার উপর হটতে পড়িয়া যাওয়াতে পা মুচড়িয়া গেল : সুতরাণ অনেক দিনবিধি তাহাকে শয্যায় পড়িয়া থাকিতে হইল ; তাহাতে সে কৰ্ম্ম করিতে ন পারাতে তাহার পরিবারলগের অতিশয় ক্লেশ হইল। একদা তাহার স্ত্রী অশ্রুপূর্ণ লোচনে তাহার নিকটে আইলে ঘোনাথন বলিল, কি হইল ? সে উত্তর করিল, বালকেরণ ক্ষুপাতে কাদিতেছে, আর তাহাদিগকে দি, এমন কোন থাদ্য দুব্য অামার কাছে নাই । ইহাতে যোনাথন ললিল, ঈশ্বরেতে তোমার বিশ্বাস অাছে কি ন? এন৭ তাহার বাক্যে তোমার প্রত্যয় হয় কি না ? গুন ; নিত্য ২ তোমাকে খাদ্য দত্ত হইবে, ও তোমার জলের অভাল হইবে না, এই কথা কি ধৰ্ম্ম পুস্তকে লেখা নাই ? जुभ ७थम अझे भशjाज़ °ार्थ शेप्ले शाब्लिग्नी श्रेश्रट्छन्न কাছে প্রার্থনা কর, এব° তোমার সন্তানদের তাবস্থার বিময় তাহার নিকটে নিবেদন কর, অর্থাৎ তাহাদের কিছুঠ খাদ্য নাই, এবণ খাদ্য ক্রয় করিবার জন্যে ঘরে এক কড়া কড়িও নাই, এই নিবেদন কর । তার আমিও তদ্রুপ প্রার্থনা করিব । ঈশ্বরের অনুগ্রহ হইলে আমাদের প্রার্থনা সফল হইতে পারে, কেননা তিনি প্রার্থনাশ্রবণকারি ঈশ্বর । অনন্তর মোনাথন ও তাহার স্ত্রী ঈশ্বর সমীপে শাস্ত্রীয় N