পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○9 পবিত্র আত্মার ফল । প্রতিজ্ঞা উল্লেখ করত একান্ত প্রার্থনা করিল, পরে উত্তর প্রাপ্তির অপেক্ষায় রহিল। কিছু কাল পরে নিকটবৰ্ত্তি কোন ধনি প্রতিবাসির এক জন দাসী একথান রুটী লষ্টয় তাহার গৃহে উপস্থিত হইল । যোনাথনের স্ত্রী ঐ রুট পাইবামাত্র পতিসমীপে দৌড়িয়া গিয়া বলিল, এই দে, ঈশ্বর আমাদের প্রার্থনা শুনিলেন। তাহাতে তাহার স্বামী কহিল, ঐ রুট থাই বার আগে হাট গাড়িয়া ঈশ্বরের ধন্যবাদ কর অামাদের উচিত | পরে তাহার তদনুসারে ধন্যবাদ করিয়া আনন্দিত মনে সকলে আহার করিতে লাগিল । তাহার দুষ্ট তিন দ গু পরে অন্য এক দাসী তাহাদের জন্যে কিছু মা^স অনিয়! দিল । ইহা শ্রবণমাত্রে যোনাথন স্থাপনার স্ত্রীকে এক্ট কথা বলিল, হে প্রিযে, দেথ, পরমেশ্বর অাপন লাক্যে স্থির স্তর আছেন, অর্থাৎ তিনি রুট দিতে প্রতিজ্ঞ করিয়া তদ্ব্যতিরেকে মা2সও দিলেন ; অতএল আইস, আমরা পুনৰ্ব্বার হাটু গাড়িয। তাহার ধন্যবাদ করি। এই বৃন্ধান্ত হইতে সে ২ শিক্ষা লাভ হয়, তাহার মধ্যে তিনটি কথা প্রপান। প্রথম এই যে আমরা নিতান্ত ঈশ্বরের হস্তগত আছি, অতএব তাহাকে ভয় ও সমাদর ও সেবা করা আমাদের উচিত । বিশেষ ২ সময়ে সকলের প্রতি দুঃখ ও ক্লেশ ঘটে, অতএব তাহা সহ্য করণের জন্যে প্রস্তুত হওয়া অামাদের উচিত। ঈশ্বর ব্যতিরেকে সম্পূর্ণ বিশ্বাসের যোগ্য অন্য বন্ধু কেহ নাই, এই জন্যে অষ্টিস, আমরা সৃষ্টিকৰ্ত্তাকে স্মরণ করি, তাহাতে আমাদের মঙ্গল হইবে ।