পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》○○ পবিত্র আত্মার ফল । করিয়া প্রস্থান করিতে উঠিতেছিল, ইহা দেখিয়া এক জন বলিল, এ কেমন ? তুমি কি পশুর ন্যায় মদ থাইতে স্বীকার কর নাই ? বোধ হয় তোমার মত ধাৰ্ম্মিক লোকেরা যদ্যপি দিব্য না করে, তথাপি মিথ্যা কহিতে ভয় করে না । ইহা শুনিয়া মোনাথন উত্তর করিল, অামি তো মিথ্যা কথা কহি নাই | বিবেচনা করিয়া দেখ, পশু কত পান করে? তৃষ্ণ নিবারণার্থে যত অাবশ্যক ততই পান করে ; আমিও তত পান করিয়াছি। তোমর। সালপান, পাছে অতিরিক্ত মদ্য পণন দ্বার পশু অপেক্ষা অসম হও । ৭। মেরী নামী এক অন্ধ স্ত্রীর বিবরণ। উক্ত মেরী শিশুকালে পাঠ করিতে শিথিয়া ধৰ্ম্মপুস্তক পাঠ করিতে আতি ভাল বাসিত , পরে অষ্টাদশ বৎসর বয়ঃক্রম কালে ক্ষীণদৃষ্টি হইয়। ক্রমে ২ সমপূর্ণ রূপে অন্ধ হইল । যাহার যে বয়স হউক, অন্ধ হইলে দুঃখ রোধ হয়, কিন্তু তাহার যে কএকটি পুস্তক ছিল, ঐ যুবতী তাহ সৰ্ব্বাপেক্ষ আনন্দের উপায় জ্ঞান করিত ; অতএব যৌবন কালে অন্ধ হওয়া উহার পক্ষে বড় বিপদ, সকল লোক এমন কথা কহিতে লাগিল । কিন্তু মেরী ধৰ্ম্মপুস্তকহইতে এই শিক্ষা পাক্টয়াছিল, যে ঈশ্বর অণপনার আশ্রিত ব্যক্তিদিগকে কখন স্বেচ্ছা পূৰ্ব্বক দুঃথ দেন না; আর ঈশ্বর আমার পারমার্থিক মঙ্গলের জন্যে ইহা করিলেন, এই রূপ ভরসাতে সে সান্থন প্রাপ্ত হইল ।