পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরেতে নির্ভর । እ Ó ዳ এক দিন সে এক জন মান্য স্ত্রী লোককে কহিল, অনেক লোক আমার বিষয়ে বিলাপ করিয়া বলে, অঙ্ক হওয়া বড় দুঃখের বিষয় ; কিন্তু আমার এমন বোধ হয় না। কি জানি, অন্ধ ন হইলে আমি অহঙ্কারিণী হইতাম : কারণ আমি পাঠ করিতে বড় ভাল বাসি, তাহাতে বোধ হয়, আগন বিদ্যার বিষয়ে অভিমান করিতাম । ঈশ্বর দয়া পূৰ্ব্বক আমার গৰ্ব্ব থৰ্ব্ব করণার্থে আমাকে পাঠ করণে অক্ষম করিয়াছেন । আমাকে কোন প্রকার ক্লেশ দিলে আমার পক্ষে ভাল হক্টলে, ইহা ঈশ্বর জ্ঞাত ছিলেন, এই জন্যে তিনি আমাকে অন্ধ করিলেন। আমার নমুতাবদ্ধক উপায় নিরূপণ করণের ভার আমাকে দত্ত হয় নাই, ষ্ট হাতে আমি সন্তুষ্ট আছি, কারণ অামি এই উপায় কথন নিরূপণ করিতাম না, এব^ এই রূপ ক্লেশ সহ করিতে চাহিতাম না । সে অারে। বলিল, এই অন্ধতা আমাকে অনেক পাপকৰ্ম্ম হইতে রক্ষা করে | মেরী কাণা হইলেও অনেকানেক কৰ্ম্ম করিতে পারক হইয়াছিল । আর সে বলিল, ঘরের লোক আমার জন্যে অনেক ক্লেশ পায়, অতএব তাহাদের কিছু সাহায্য করিতে পারিলে আমার আনন্দ হয় । আর আমি যথন কোন প্রতিবালির সঙ্গে সাক্ষাৎ করিতে যাই, তখন সে বলে, ওগো মেরি, তুমি কি কিছু কাল এখানে থাকিতে পার ? ঘদি পাের, তবে অনুগ্রহ করিয়া আমার জন্যে কিছু কৰ্ম্ম কর । আমার বিষয়ে মনোযোগ করিতে লোকের কিছু ক্লেশ পায় ; কিন্তু আমি তাহাদের বস্ত্র ও শাকাদি ধৌত N 3