পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মরণকালে আনন্দ । > @ > ১২ অধ্যায়। মরণকালে আনন্দ । ১ । পলিকাপের বিবরণ । প্রাচীন কালে পলিকাপ স্মির্ণ নগরস্থ মণ্ডলীর অধ্যক্ষ ছিলেন । তিনি যৌবন কালে মোহন প্রেরিতের এক জন • শম্য ছিলেন, এব^ সে সময়ে প্রকাশিত ভবিষ্যদ্বাক্যের দ্বিতীয় অধ্যায়েতে লিখিত পত্র প্রভূ যীশু গ্রীষ্টের আজ্ঞামূসারে রচিত হইল, সেই সময়ে তিনি স্মির্ণী নগরস্থ মণ্ডলীর অধ্যক্ষ ছিলেন। পরে গ্রীষ্টীয় ১৬৮ শালে উক্ত নগরে ট্রষ্টিয়ান লোকদের প্রতি ভয়নাক দৌরাত্ম্য ও তাড়ন ঘটিল। তৎকালে পলিকাপের বন্ধুরা তাহাকে গোপনে রাথিলার নিমিত্তে নিকটবৰ্ত্তি কোন পল্লীগ্রামে লষ্টয়া গিয়াছিল, কিন্তু শত্ৰুগণ তাহার উদেশ পাইয়। তাহাকে নগরে লইয়া গেল। পরে বিচারক তাহাকে জিজ্ঞাসিলেন, তুমি কি পলিকাপ তিনি উত্তর করিলেন, হাঁ, আমি সেই কটি। ইহা শুনিয়া বিচার কৰ্ত্ত কহিলেন, তুমি বৃদ্ধ, অতএব আপনার প্রতি দয়া করিয়া কৈসর রাজার নাম লইয়n দিব্য কর, এবPA অনুতাপ করিয়া আমাদের ন্যায় বল, বৈধৰ্ম্মিদের (অর্থাৎ খ্ৰীষ্টিয়ানদিগের ) স^হার ইউক। ইহা শুনিয়া পলিকাপ সমাগত দেবপূজক জনতার প্রতি দৃষ্টিপাত করিয়া হস্ত বিস্তার করত কহিলেন, বৈধৰ্ম্মিদের স^হার হউক। তাহাতে বিচারক তাহাকে, পুনৰ্ব্বার বলিলেন, কৈসর রাজার নাম লইয়া দিব্য কর,