পাতা:পবিত্র আত্মার ফল.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

? @ * পবিত্র আত্মীয় ফল। এব৯ খ্ৰীষ্টকে নিন্দ কর, তাহাতে আমি তোমাকে মুক্ত করিৰ। পলিকাপ উত্তর করিলেন, ছেয়াশী বৎসর পর্যন্ত আমি তাহার সেৰা করিয়া আসিতেছি, তিনি কথন অামার অপকার করেন নাই ; অতএব আমি কি প্রকারে আমার ত্রাণকৰ্ত্তা রাজাকে নিন্দ করিতে পারি ? ইহাতে বিচারক পলিকাপের প্রাণ রক্ষার্থে অনেক প্ররোচনার কথা কহিলেও সকল নিস্কুল দেথিয়া ক্রোধাস্থিত হইয়া বলিলেন, তোমাকে যন্ত্রণা দিবার জন্যে কতিপয় বন্য পশু প্রস্তুত আগছে ; অনুতাপ না করিলে তাহাদিগকে আনাহয় তাহাদের মধ্যে তোমাকে নিক্ষেপ করিব। পলিকাপ অনুদ্বিগ্ন হইয়া উত্তর করিলেন, ভাল, আপনি সে রূপ আজ্ঞা করুন। এই প্রকার নির্ভয়ত৷ দেখিয়া বিচারক আর বার তজ্জন করিয়া বলিলেন, আমি আমি স^যোগদ্বারা তোমার দুঃসাহস দমন করিব । তাহাতে পলিকাপ প্রত্যুত্তর করিলেন, তুমি আমাকে যে আমির ভয় দেখাইতেছ তাহ চিরস্থায়ী নহে, কিন্তু চির প্রজ্বলিত যে নরকানল পাপিদের জন্যে সঞ্চিত অাছে, তাহার ভয়ানকতা তুমি জান , না । কিঞ্চিৎ কাল পরে তিনি মরণ স্থানে আমাত হইয়া শূলে বদ্ধ হইলে ट्रांठोाकू ऊप्रउ काग्नि मिठtझ्झे८ड की) ऊाभिग्नी ऊँीशटक দগ্ধ করিল। তাহাতে তিনি অমিমধ্যে প্রভূর উদ্দেশে এই প্রার্থনা করিলেন, যথা ; হে আমাদের ধন্য প্রভূ, যীশু খৃষ্টের পিতা, হে সমস্ত সৃষ্টির ঈশ্বর, আপনকার বিশ্বস্তু সাক্ষী করিয়া অামাকে আদ্য মৃতু্যভোগ করণের যোগ্য পাত্র জ্ঞান করিলেন, তন্নিমিত্তে আপনকার ধন্য