পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টেতে বিশ্বাস। * > ৯। এক জন আমেরিকাদেশীয় ধৰ্ম্মোপদেশকের বিষয় । - উক্ত উপদেশক ১৮০৭ শালে নব্বই বৎসর বয়ঃক্রম কালে প্রাণত্যাগ করিলেন । মরণের অনেক দিন পূৰ্ব্বে তাহার স্মরণ শক্তি ক্ষীণ হওয়াতে উপদেশ দেওনে অসমর্থ হইলে তাহার এক পুত্র তাহাকে আপন বাটীতে লইয়া গিয়া অন্তিকাল পর্য্যন্ত অতিশয় স্নেহপূর্বক তাহার তত্ত্বাবধারণ করিলেন। তাহার মৃত্যুর পূর্ব দিবস সায়-- কালে নিকটবৰ্ত্তি এক জন উপদেশক তাহাকে দেখিতে আইলে তিনি তাহাকে চিনিতে পারিলেন না। অন্য এক ব্যক্তি র্তাহার পরিচয় দিলেও তিনি বলিলেন, উহাকে অামার স্মরণ হয় না। পরে তাহার প্রিয় পুত্ৰ শয্যার নিকটে গেলে তিনি র্তাহাকেও চিনিতে পারিলেন না; বর^ কহিলেন, আমার পুত্র আছে কি না, তাহ। অামার স্মরণ হয় না । এই প্রকারে তিনি আপনার সন্ধু ও পরিজনগণের মধ্যে এক জনকেও চিনিতে পারিলেন না। অবশেষে তাহাকে জিজ্ঞাসা করা গেল, আপনি প্রভূ যীশু খ্ৰীষ্টকে কি স্মরণ করিতে পারেন? ইহা শুনিবামাত্র তিনি প্রসন্নবদনে দুই হস্ত তুলিয়া আহলাদ পূৰ্ব্বক কহিলেন, হা ২, প্রভূ যীশু খুঁষ্টের স্মরণ হয় ; তিনি আমার প্রভু ও আমার ঈশ্বর, তাহাদ্বারা আমার পরিত্রাণ হকবে । ইহাতে আমাদিগেরও প্রত্যাশা জন্মে, কারণ তিনি পাপিগণের ত্রাণকৰ্ত্তা । যাহারা তাহার শরণ লইয়।