পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& о পবিত্র আত্মার ফল । র্তাহাকে অক্ষয় প্রেম করে, তাহাদিগকে তিনি পরিত্যাগ করিবেন না। যাহারা তাহাতে ভরসা রাখে, তাহারাই ধন্য। হে পাঠক, তুমি কি তাহার উপরে নির্ভর রাথিতেছ? তাহা না করিলে মৃত্যুকালে তোমার কি দশা হইবে ? ১০ । ফুস্কীত লাজারস । ইস্লানিয়া দেশের দক্ষিণাভিমুখ অগ্রভাগে জিব্রাল্টর নামক অতি উচ্চ এক শৈল অাছে, তাহা দেড় শত বৎসরাবধি ই^রাজ লোকদের হস্তগত, এল৭ তথাকার দুর্গ প্রায় অজেয় বলিতে হয়। ১৭৮০ শালাৰ সি তিন বৎসর পৰ্য্যন্ত ফুেঞ্চ ও ইল্পানীয় লোকেরা নাবিক ও পদাতিক সৈন্যদ্বারা তাহ অবরোধ করিয়া পুনঃ ২ বলপূৰ্ব্বক আক্রমণ করিলেও তদর ক্ষক ক্ট রাজ সৈন্যদিগকে পরাজয় করিতে পারিল না। শৈলের অপোভাগে সমুদ্রতীরে একটি ক্ষুদ্র নগর অাছে। ঐ জিব্রালটর ব্যতিরেকে ইস্লানিয়া দেশের সৰ্ব্বত্র রোমাণ কাথলিক ধৰ্ম্ম প্রচলিত অাছে, এব^ তথাকার লোকেরা সেই মিথ্যা ধৰ্ম্মে অতিশয় মাসক্ত। তাহাদের মধ্যে ফুস্কীত লাজারল নামে এক জন নুনাধিক তিন বৎসর পর্য্যন্ত জিব্রাল্টর নগরে গিয়৷ বার ২ ধৰ্ম্মোপদেশ শুনিয়াছিল, এ4°N রোমাণ কাথলিক মত ত্যাগকারি ক এক জন স্বদেশীয় লোকের সঙ্গে প্রভুর ভোজন গ্রহণ করিয়াছিল। পরে অত্যন্ত পীড়িত হওয়াতে অল্প দিবস গতে চিকিৎসক তাহাকে বলিল, তুমি আর বাচিব না । এই গুরুতর স°Nবাদ পাইবামাত্র মে এক জন বন্ধকে ডাকাইয়া বলিল, হে প্রিয়