পাতা:পবিত্র আত্মার ফল.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१. ९ পবিত্র আত্মার ফল । অনন্তর পশ্চাল্লিখিত প্রশ্ন সকল তাহাকে জিজ্ঞাসা করা গেল ; যথা, মৃত্যুহইতে তুমি কি ভীত আছ ? উত্তর । না ; আমার ত্ৰাণকৰ্ত্তা প্রভু যীশু মৃত্যুভয় দূর করিয়াছেন । প্র। তুমি কি খ্ৰীষ্টকে বহুমূল্য জ্ঞান কর } উ । অবশ্য করিয়া থাকি । প্র । তুমি কি আপনাকে স্বগে যাইবার যোগ্যপাত্র জান ? উ । অামার এমত কোন গুণ নাই ; তবে আমি কেমন করিয়৷ এই রূপ গৰ্ব্ব করিতে পারি? প্র । তোমার নিজ কোন পুণ্য আছে কি না ? উ না, কিছুই নাই। আমি দীনহীন পাপিষ্ঠ, কেবল প্রভূর প্রতিজ্ঞাতে নির্ভর করিয়া আছি। প্র। কাহার পুণ্যদ্বারা তুমি ত্ৰাণ পাটতে ভরসা কর ? উ । আমি গ্রীষ্টের পুণ্য ও মরণ গুণদ্বারাই সমপূর্ণ ত্ৰাণ পাইব । অামার নিজ কোন পুণ্য নাই, এব^ কথন ছিল না ; কেবল ত্ৰাণকৰ্ত্তার পুণ্যে নির্ভর করাতে আমার মন সুস্থির আছে। তিনি আপন প্রতিজ্ঞ পরিপূর্ণ করিবেন। তাহার বেদনার কিঞ্চিৎ হ্ৰাস হইলে সে ধৰ্ম্মপুস্তকের বিশেষ ২ বচনের পাঠ শুনিতে উদযোগী হইয়া ঈশ্বরের নিকটে একান্ত মনে প্রার্থনা করিত, এব^ সেই পীড়িতাৰস্থার শেষ পর্য্যন্ত নমু ও সুস্থির এব^ ঈশ্বরাধীন স্বভাব প্রকাশ করিত। প্রাণ বিয়োগের ক্ষণ কাল পূৰ্ব্বে সে প্রভুর ভোজ গ্রহণ করিল, এবং মরণ কালে বলিল,